পবিত্র মাহে রমজান উপলক্ষে সজিবের ইফতার ও দোয়া মাহফিল
- আপলোড সময় : ০৯:৫০:৪৪ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪
- / ৪২১ বার পড়া হয়েছে
বাংলাদেশ আওয়ামী যুবলীগ সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুর রহমান সজিবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রবিবার বিকাল ৫ টায় উপজেলা মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি চিনিস গ্রামের নিলু মিয়ার কাঠপট্টি সংলগ্নে অনুষ্ঠিত হয়।
হাজার হাজার মুসল্লিদের সমাগমের মাধ্যমে পবিত্র মাহে রমজানের মাগফিরাতের শেষ দিনে আল্লাহর নৈকট্য হাসিলের ও গুনাহ মাফের জন্য সকলে সকলের জন্য ক্ষমাপ্রার্থনায় আমিন আমিন বলতে থাকে।
প্রতি বছরের ন্যায় এ বছরও এলাকাবাসীর গরিব ধনী সকল কে সাথে নিয়ে পবিত্র মাহে রমজানের ফজিলত ও তাৎপর্য হাসিলের উদ্দেশ্যে সকলের উপস্থিতিতে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করেন যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুর রহমান সজীব
এ বিষয়ে সজিব বলেন, আলহামদুলিল্লাহ গত বছরের ন্যায় এ বছর ও এলাকাবাসীকে সাথে নিয়ে মহান আল্লাহতালা একত্রে ইফতার করার তৌফিক দিয়েছেন, তাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। ভবিষ্যতেও যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখেন আমার এলাকাবাসীকে নিয়ে ইফতার ও বিশেষ দোয়া মোনাজাত আয়োজন করে যাব ইনশাআল্লাহ ।