রাতের আধারে দুই’শ পরিবারকে ঈদ উপহার পৌছে দিলেন বি.কে বাপ্পী
- আপলোড সময় : ১০:৩৮:৪০ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪
- / ৮৮৪ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পবিত্র রমজান মাসে অয়ন ওসমানের সহযোগিতায় ব্যক্তিগত উদ্যোগে দুই’শ প্রবীণ, অসহায় ও খেটে খাওয়া পরিবারের মাঝে ঈদ উপহার পৌছে দিয়েছেন বি.কে.বি নেটওয়ার্কের ব্যবস্থাপনা পরিচালক ও ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা বাহাউদ্দিন খান বাপ্পী। রমজান মাস জুড়ে বিভিন্ন সময় রাতের আধারে এই উপহার সামগ্রী প্রদান কার্যক্রম সম্পন্ন করেন তরুণ এই উদিয়মান নেতা।
সিদ্ধিরগঞ্জের প্রসিদ্ধ ইন্টারনেট ব্যবস্যা প্রতষ্ঠিান বি.কে.বি নেটওয়ার্কের ব্যবস্থাপনা পরিচালক ও সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র কো-অপারেট মার্কেটের সাধারণ সম্পাদক বি.কে. বাপ্পি। এলাকার প্রবীণ, যুবক ও তরুণ সমাজের কাছে একটি জনপ্রিয় নাম বি.কে. বাপ্পি। পঙ্গু মানুষকে হুইলচেয়ার প্রদান, গরিব অসহায় মানুষকে চিকিৎসা সেবা প্রদান, সরকারের সকল সুযোগ-সুবিধা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সকল ধরনের কার্যক্রম সম্পাদন, সাধারণ মানুষের সেবা (টিসিবি কার্ড, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালিন ভাতা) পৌঁছে দিতে অগ্রণী ভূমিকা পালন করছে সে। এছাড়াও তিনি বাংলাদেশ আওয়ামী লীগের তরুণ উদিয়মান নেতা।
সিদ্ধিরগঞ্জ থানাধীন নাসিক ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা বাহাউদ্দিন খান বাপ্পী এলাকায় বেশ জনপ্রয়িতা হয়ে উঠেছে। আওয়ামী পরবিারের সন্তান হিসেবে বি.কে. বাপ্পি মানবসবোর হাতকে আরও প্রসারতি করতে আগামীতে জনপ্রতিনিধি হিসেবে এলাকার সাধারণ মানুষের সেবার অভিপ্রায় নিয়ে কাজ করছেন।
এ বিষয়ে জানতে চাইলে বাহাউদ্দীন খান বাপ্পী বলেন, দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে আমি মানব সেবার কাজ করে যাচ্ছি। অনলাইন মিডিয়ায় প্রচার না থাকায় অনেকেই এ বিষয়ে জানতো না। ভালো এবং মহৎ কাজগুলো সংবাদের মাধ্যমে মানুষকে উৎসাহিত করার জন্য সংবাদকর্মীদের ধন্যবাদ। আমি সকলের কাছে দোয়াপ্রার্থী। এই মহৎ কাজে নিজেকে উৎসর্গ করতে পেরে আমি আনন্দিত।