নোয়াখালীর সেনবাগে ০৪(চার) কেজি গাঁজা সহ ০১ মাদকসম্রাট গ্রেফতার
- আপলোড সময় : ০১:৫৪:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪
- / ৩৮৪ বার পড়া হয়েছে
নোয়াখালীর সেনবাগে ০৪(চার) কেজি গাঁজা সহ ০১ মাদকসম্রাট গ্রেফতার করেছে সেনবাগ থানা পুলিশ।
বৃহস্পতিবার (০৪ এপ্রিল ) নোয়াখালী জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান, বিপিএম, পিপিএম সার্বিক দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার(বেগমগঞ্জ সার্কেল) নাজমুল হাসান রাজিব পিপিএম(বার) এর তত্ত্বাবধানে এবং সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজিম উদ্দিন এর নেতৃর্ত্বে এসআই (নিরস্ত্র) উত্তম কুমার সরকার, এএসআই(নিরস্ত্র) কাউছার আহামেদ, এএসআই(নিঃ) পলাশ চন্দ্র সিংহ সঙ্গীয় ফোর্সসহ বিশ্বস্ত সোর্সের মাধ্যমে ০৩ এপ্রিল ২০২৪ খ্রি: তারিখে অভিযান পরিচালনা করিয়া সেনবাগ থানাধীন ০৩ নং ডমুরুয়া ইউপির মতইন গ্রামের জনৈক জামাল ভূইয়া বাড়ীর রাস্তার মাথায় গাজীরহাট টু সোনাইমুড়ী পাকা রাস্তার উপর থেকে পেশাদার মাদক ব্যবসায়ী আসামী মোঃ বেলাল হোসেন প্রঃ লাল বেলাল(৪৮), পিতা-মৃত আব্দুল জব্বার, মাতা-মৃত আফিয়া খাতুন, সাং-বীরকোট (আব্দুল হক চেয়ারম্যান বাড়ী), থানা-সেনবাগ, জেলা-নোয়াখালী কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীর হেফাজত হইতে ০৪(চার) কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা যায়, গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবত বিভিন্ন এলাকা হইতে মাদকদ্রব্য ক্রয় করিয়া ঘটনাস্থল সহ আশপাশের এলাকায় মাদকদ্রব্য বিক্রয় করিয়া আসিতেছিল। সে এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী।
সেনবাগ থানার অফিসার ইনচার্জ মোঃ নাজিম উদ্দিন জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সেনবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে রুজু করা হইয়াছে। মাদক উদ্ধার ও ওয়ারেন্টে তামিল সংক্রান্তে অভিযান অব্যাহত রয়েছে ।