কাজী মফিজুর রহমানের আয়োজনে সেনবাগে বিএনপির ইফতার ও দোয়া অনুষ্ঠিত
- আপলোড সময় : ০২:২১:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪
- / ৩৮৯ বার পড়া হয়েছে
সোমবার (৮ এপ্রিল ) বিকেলে নোয়াখালীর সেনবাগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান জন্য দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সেনবাগ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব কাজী মোঃ মফিজুর রহমান এর আয়োজনে সেনবাগ উপজেলা বিএনপির উদ্যোগে সেনবাগ উপজেলা চত্বরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সেনবাগ উপজেলা বিএনপির আহবায়ক ও ৪নং কাদরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ওবায়দুল হক,। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সেনবাগ পৌর বিএনপির সদস্য সচিব মোঃ কামাল উদ্দিন বাবুল।
আরো বক্তব্য রাখেন, সেনবাগ সরকারী ডিগ্রী কলেজের সাবেক ভিপি মোঃ মফিজুর রহমান, সেনবাগ সরকারী ডিগ্রী কলেজের সাবেক ভিপি মোঃ ওমর ফারুক প্রমুখ।
এসময় সেনবাগ উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীগণ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।