সেনবাগ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের ১৯৮৭ ব্যাচের ছাত্রদের মিলন মেলা অনুষ্ঠিত
- আপলোড সময় : ০৯:৫৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪
- / ৭৫৫ বার পড়া হয়েছে
নোয়াখালীর সেনবাগ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের ১৯৮৭ ব্যাচের ছাত্রদের মিলন মেলা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৯ এপ্রিল) বিকেলে নোয়াখালীর সেনবাগ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের ১৯৮৭ ব্যাচের ছাত্রদের মিলন মেলা, দোয়া ও ইফতার আয়োজন সেনবাগ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
এসময় সেনবাগ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের ১৯৮৭ ব্যাচের সকল বন্ধু আনন্দঘন পরিবেশে অতীত ঐতিহ্য সম্বলিত বিদ্যালয়ের স্মৃতির পাতায় জেগে রাখার চেষ্টা করে ১৯৮৭ ব্যাচের ছাত্র সেনবাগ উপজেলা পরিষদের সুযোগ্য ভাইস-চেয়ারম্যান মোঃ গোলাম কবির, অত্যন্ত মেধাবী ছাত্র ও মোহাম্মদপুর রামেন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইসমাইল, রাজারামপুর বশিরিয়া সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক মোঃ তোফায়েল আহমেদ লিটন, জেড ই ডি আই টিচার্স ট্রেনিং কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ এবং সেনবাগ উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু নাছের, বিশিষ্ট ঠিকাদার মোঃ আবদুল মতিন সহ সেনবাগ অবস্থানরত ১৯৮৭ ব্যাচের ছাত্রদের উদ্যোগে ও উক্ত ব্যাচের সকল ছাত্রদের অংশ গ্রহণে সেনবাগ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে এক মিলনমেলার উৎসবের আমেজে দোয়া ও ইফতার অনুষ্ঠানে সকলের বর্তমান বাস্তবতার ভিত্তির ওপর ব্যক্তিগত জীবনে পরিচিত তুলে ধরা হয়। বন্ধু প্রতিম ব্যাচমেটদের সকলে আশাবাদী আগামীতেও যেন এ রকম মিলনমেলার আয়োজনের ব্যবস্থা গ্রহণ করা হয়।
এসময় ১৯৮৭ ব্যাচের যাঁরা প্রয়াত হয়েছে তাঁদের মাগফেরাত কামনা ও যাঁরা অসুস্থ অবস্থা রয়েছে, তাঁদেরকে সুস্থতা দানে মহান রাব্বুল আলামিনের নিকট বিশেষ দোয়ার প্রার্থনা করা হয়।
অনেকেই জীবন ও জীবিকার তাগিদে বাংলাদেশের বিভিন্ন এলাকায় কর্মরত থাকার কারণে বন্ধু টানে কর্ম ফেলে মিলনমেলায় অংশ গ্রহণ করে। অনেকেই বাংলাদেশের বাহিরে অবস্থানের কারণে মিলনমেলায় অংশ গ্রহণ করতে পারেনি বিধায়, তাঁদের প্রতি সকলের দোয়া, ভালবাসা ও শুভকামনা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।