নোয়াখালীর সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ
- আপলোড সময় : ১২:৪৭:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪
- / ৩৫১ বার পড়া হয়েছে
নোয়াখালীর সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
মঙ্গলবার (৯ এপ্রিল ) বেলা ১১ টায় নোয়াখালীর সেনবাগ উপজেলার ৫নং অর্জুনতলা ইউনিয়ন পরিষদের প্রাঙ্গণে সৈয়দ হারুন ফাউন্ডেশনের বিশিষ্ট সমাজসেবক, লায়ন সৈয়দ হারুনুর রশীদ তার নিজ ব্যক্তিগত উদ্যোগে ৫ শতাধিক অসহায়, হতদরিদ্র, প্রতিবন্ধী ও গরিব মানুষের মাঝে প্রতি বছরের ন্যায় এবারও সৈয়দ হারুন ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সৈয়দ হারুন ফাউন্ডেশনের কর্ণধার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক লায়ন সৈয়দ হারুনুর রশীদ এমজেএফ, এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি যতদিন বেঁচে আছি অসহায় হতদরিদ্র মানুষের পাশে থাকবো, আপনারা সকলে আমার পরিবারের জন্য দোয়া করবেন যেন আমরা মানুষের সেবা করতে পারি।
এসময় উপস্থিত ছিলেন, সিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুস সাত্তার বিএসসি, ৫ নং অর্জুনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন রিপন, সমাজসেবক নিজামুদ্দিন চৌধুরী, মোঃ হারুন রশীদ, আবু ইউসুফ মজুমদার, মোঃ কুতুবুদ্দিন, মোঃ মিজান আরো উপস্থিত ছিলেন সৈয়দ ফাউন্ডেশনের আহবায়ক মোঃ ইসহাক, সদস্য সচিব রমজান আলী মাসুদ প্রমুখ।
অনুষ্ঠানে সৈয়দ হারুন ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক বিশিষ্ট সমাজসেবক, লায়ন সৈয়দ হারুনুর রশীদ ঈদ উপহার সামগ্রী অসহায়, হতদরিদ্র, প্রতিবন্ধী ও গরিব মানুষের হাতে তুলে দেন ।