রামপালে বিশিষ্ট ব্যবসায়ী সাইফুজ্জামানের মসজিদে নগদ অর্থ বিতরণ
- আপলোড সময় : ০৮:২২:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০২৪
- / ৪৭৮ বার পড়া হয়েছে
বাগেরহাটের রামপালে বিশিষ্ট ব্যবসায়ী শেখ সাইফুজ্জামান ও শেখ শফিকুল ইসলাম(সোহাগ) রামপাল সদর ইউনিয়নের নিউমার্কেট জামে মসজিদের উন্নয়ন কাজে নগদ অর্থ বিতরণ করেছেন।
শনিবার (১৩ এপ্রিল) বিকাল ৫.০০ টায় সাইফুজ্জামান ও শফিকুল ইসলাম সোহাগ শ্রীফলতলা নিউমার্কেট জামে মসজিদ কমিটির সভাপতি শেখ আব্দুল ওহাবের হাতে দানের এ ২০ হাজার টাকার চেক তুলে দেন।
এসময় মসজিদ কমিটির নেতৃবৃন্দ ও এলাকার ধর্মপ্রাণ মুসলমানেরা উপস্থিত ছিলেন।
ব্যবসায়ী শেখ সাইফুজ্জামান বলেন, ইসলাম মানবতার ধর্ম। এক মুসলমান অপর মুসলমানের ভাই। মানুষ ক্ষতিগ্রস্ত ও বিপদগ্রস্ত হলে তাদের পাশে দাঁড়ানো, বিপদ মুক্তির জন্য সাহায্য করা ইসলামের শিক্ষা। তাদের দুর্দিনে আর্থিক সহায়তা,খাবার, ত্রাণ এবং চিকিৎসা সেবায় এগিয়ে আসা ঈমানের দাবি। নামাজ, রোজা, হ্জ্ব, যাকাতের মতো অসহায়-দুর্গত মানুষদের সাহায্য করাও ইবাদত। তাই আমি ও আমার ভাই প্রতি বছর রমজান মাসে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরীব ও অসহায়দের মাঝে শাড়ি ও লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করে থাকি। বছরের বিভিন্ন সময়ে নিজ এলাকা ও বাইরের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে নগদ অর্থ বিতরণ করে থাকি। আমরা সকলের দোয়া চাই, আমরা যেন ভবিষ্যতে আমাদের এ কার্যক্রম ধরে রাখার আল্লাহ তৌফিক দান করেন।