ডেমরায় যানবাহনে অবৈধ স্টিকার ব্যবহারকারীদের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযান
- আপলোড সময় : ০৪:৩১:১২ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০২৪
- / ৩৩৭ বার পড়া হয়েছে
বিভিন্ন সংস্থার নামে যানবাহনে অবৈধ স্টিকার ব্যবহারকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারী ট্রাফিক বিভাগ।
বুধবার (১ মে) সকালে ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় একজনকে আটকসহ প্রায় ১৫টি যানবাহনে মামলা করা হয়।
গণমাধ্যম, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন সংস্থার নামে অবৈধভাবে স্টিকারযুক্ত গাড়ি থামিয়ে তদন্ত করা হয়। ব্যবহারকারীরা নিজেদের পক্ষে নানা যুক্তি তুলে ধরলেও স্টিকার ব্যবহারে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি তারা।
এসময় পুলিশের স্টিকার সাঁটানো একটি মোটরসাইকেল জব্দ করার পাশাপাশি এর চালককে আটক করা হয়। বেশ কয়েকটি গণমাধ্যমের স্টিকারযুক্ত গাড়িও জরিমানার আওতায় আনা হয়েছে।
ডিএমপির ট্রাফিক ওয়ারী বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ আশরাফ ইমাম জানান, অবৈধভাবে স্টিকার ব্যবহারকারীদের বিরুদ্ধে এমন অভিযান চলমান থাকবে।