ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

সোনারগাঁয়ে অ্যাম্বুলেন্সে মিলল দুই কোটি টাকার ইয়াবা আটক ১

সোনারগাঁ প্রতিনিধি
সোনারগাঁ প্রতিনিধি
  • আপলোড সময় : ০৬:১৭:২৭ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪
  • / ৩০৬ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অ্যাম্বুলেন্সে চড়ে ৬০ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ । উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ২ কোটি টাকা।

রোববার (১২ মে ) বিকেল ৩টায় উপজেলার মেঘনা টোল প্লাজা সংলগ্ন চেকপোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়। এ সময় গাড়ি থেকে একজন পালিয়ে যায়।

আটককৃত মো. ইসহাক (২৪) টেকনাফ এলাকার উত্তর নীলা আমতলী এলাকার বাসিন্দা মো. কামাল হোসেনের ছেলে।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) শেখ বিল্লাল হোসেন জানান, বিপুল ইয়াবা নিয়ে টেকনাফ থেকে নারায়ণগঞ্জের দিকে আসছে একটি অ্যাম্বুলেন্স । এমন গোপন তথ্যের ভিত্তিতে মেঘনা টোল প্লাজা সংলগ্ন চেকপোস্টে আমরা অবস্থান নিই। পরে আমরা সন্দেহজনক অ্যাম্বুলেন্স তল্লাশি করে অক্সিজেন সিলিন্ডারের ভেতর থেকে ৬০ হাজার ইয়াবাসহ একজনকে আটক করতে সক্ষম হই। যার আনুমানিক মূল্য প্রায় ২ কোটি টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এর পূর্বেও সে এই পদ্ধতিতে একাধিকবার মাদক সাপ্লাইয়ের সঙ্গে জড়িত ছিল।

তিনি আরও জানান, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সোনারগাঁয়ে অ্যাম্বুলেন্সে মিলল দুই কোটি টাকার ইয়াবা আটক ১

আপলোড সময় : ০৬:১৭:২৭ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অ্যাম্বুলেন্সে চড়ে ৬০ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ । উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ২ কোটি টাকা।

রোববার (১২ মে ) বিকেল ৩টায় উপজেলার মেঘনা টোল প্লাজা সংলগ্ন চেকপোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়। এ সময় গাড়ি থেকে একজন পালিয়ে যায়।

আটককৃত মো. ইসহাক (২৪) টেকনাফ এলাকার উত্তর নীলা আমতলী এলাকার বাসিন্দা মো. কামাল হোসেনের ছেলে।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) শেখ বিল্লাল হোসেন জানান, বিপুল ইয়াবা নিয়ে টেকনাফ থেকে নারায়ণগঞ্জের দিকে আসছে একটি অ্যাম্বুলেন্স । এমন গোপন তথ্যের ভিত্তিতে মেঘনা টোল প্লাজা সংলগ্ন চেকপোস্টে আমরা অবস্থান নিই। পরে আমরা সন্দেহজনক অ্যাম্বুলেন্স তল্লাশি করে অক্সিজেন সিলিন্ডারের ভেতর থেকে ৬০ হাজার ইয়াবাসহ একজনকে আটক করতে সক্ষম হই। যার আনুমানিক মূল্য প্রায় ২ কোটি টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এর পূর্বেও সে এই পদ্ধতিতে একাধিকবার মাদক সাপ্লাইয়ের সঙ্গে জড়িত ছিল।

তিনি আরও জানান, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন