শিরোনাম :
স্বপনের ইউনিয়ন কালাপাহাড়িয়ায় শাহাজালাল মিয়ার গণসংযোগ, ব্যাপক সাড়া
রফিকুল ইসলাম রানা (নিজস্ব প্রতিবেদক)
- আপলোড সময় : ০৬:৪২:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪
- / ৩০৬ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের আড়াইহাজারে আসন্ন দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে সাবেক ২ বারের উপজেলা চেয়ারম্যান ও আসন্ন নির্বাচনে দোয়াত কলম প্রতীকধারী প্রার্থী আলহাজ শাহাজালাল মিয়া তার প্রতিদ্বন্বী প্রার্থী কালাপাহাড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান ও বর্তমান উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীকের প্রার্থী সাইফুল ইসলাম স্বপন এর নিজ ইউনিয়ন কালাপাহাড়িয়ায় শনিবার দিন ব্যাপি গণসংযোগ করেছেন। এ সময় তিনি জনগনের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছেন বলে জানা গেছে।
আলহাজ শাহাজালাল মিয়া এ সময় জনগনকে উদ্দেশ্য করে বলেন, আমি পর পর ২ বার উপজেলা চেয়ারম্যান থাকা কালে আপনাদের হয়ে কাজ করেছি। আমি চেয়ারম্যান হিসেবে আবারো নির্বাচিত হলে মেঘনার ভাঙন ও বালু সন্ত্রাসীদের কবল থেকে আপনাদের বাড়ী ঘর রক্ষা করার বিষয়ে কাজ করে যাব।