নোয়াখালীর সেনবাগে প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচারে লিফলেট বিতরণ কালে আটক ১
- আপলোড সময় : ০৫:৪৮:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪
- / ৩৫৯ বার পড়া হয়েছে
নোয়াখালীর সেনবাগ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান পদে মাইক মার্কার প্রার্থী মোঃ গোলাম কবির এর বিরুদ্ধে অপপ্রচারের সময় সাহেব উল্যাহ নামের ১জন ব্যাক্তিকে লিফলেট বিতরণকালে ২’শ লিফলেটসহ স্হানীয় জনসাধারণ আটক করে।
রোববার (১৯ মে ) বাত ২টার দিকে পুলিশ স্হানীয় জনগণের কাছ থেকে উদ্ধার পূর্বক সাহেব উল্যাহ নামে ১ জন অপপ্রচারকারীকে সেনবাগ থানা পুলিশ গ্রেফতার করে।
প্রকাশ নোয়াখালীর সেনবাগ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান প্রার্থী মোঃ গোলাম কবির এর মাইক মার্কার বিপক্ষে রাত সাড়ে ১১টায় অটোরিকশা যোগে সাহেব উল্যাহ (৫৫), পিতা – মৃত আইয়ুব আলী, গ্রাম – উত্তর মানিকপুর (মোল্লা বাড়ি) , থানা- সেনবাগ, জেলা – নোয়াখালী – অপপ্রচারের লিফলেট বিতরণ কালে আলামতসহ উত্তর মানিকপুরের স্হানীয় লোকজন অটোরিকশা চালক মনির হোসেন মনির (২৫), পিতা- মোঃ এয়াকুব, গ্রাম – দক্ষিণ মানিকপুর (ভূঁইয়া বাড়ি), থানা- সেনবাগ, জেলা- নোয়াখালীকে সহ আটক করে। অপপ্রচারে লিফলেট বিতরণকারী সাহেব উল্যাহ বলেন, তালা মার্কার ভাইস-চেয়ারম্যান প্রার্থী মোঃ কামাল উদ্দিন চৌধুরীর পরামর্শক্রমে লিফলেট কুমিল্লা থেকে ছাপিয়ে রাতে ৫নং ইউনিয়নের ইদিলপুর থেকে বিতরণ আরম্ভ করে ঘটনাস্থলে পৌঁছলে স্হানীয়দের হাতে ধরা পড়েন।
এসময় উত্তেজিত জনতার হাত থেকে সাহেব উল্যাহ ও অটোরিকশা চালক মনির হোসেন মনির কে ৫নং অর্জুনতলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উত্তর মানিকপুর মান্নান ড্রাইভার তার বাড়িতে স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের পরামর্শে আটক রাখে।
পরে রাত ২টার দিকে আটককৃত সাহেব উল্যাহ কে স্হানীয় জনগণ ও স্হানীয় ইউনিয়ন পরিষদ সদস্যের উপস্থিতিতে সেনবাগ থানার এসআই সাইফুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স সহ সেনবাগ থানা হেফাজতে নিয়ে আসে। অটোরিকশা চালককে ছেড়ে দেয়া হয়েছে। রিপোর্টটি লিখা পর্যন্ত থানায় কেউ কোন অভিযোগ দাখিল করেনি।