সিদ্ধিরগঞ্জে ৪ ছিনতাইকারী গ্রেফতার, ছিনতাই হওয়া মালামাল উদ্ধার
- আপলোড সময় : ১০:২১:২৫ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪
- / ৩৭৭ বার পড়া হয়েছে
সিদ্ধিরগঞ্জের কাঁচপুরে মোটরসাইকেল যোগে
ঘুরতে আসা এক দম্পতিকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের ঘটনায় ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
গত শুক্রবার (১৭ মে) রাতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, জুবায়ের (২৩), পলাশ (২২), পাবেল (২৪) ও তাদের সহযোগী রাজু।
এসময় ছিনতাইকারীরা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ওই দম্পতির কাছ থেকে একটি সিভিআর মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে সিদ্ধিরগঞ্জ থানার ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে থানার উপপরিদর্শক (এসআই) কামরুল, এসআই ইয়াউর রহমান, এএসআই ইলিয়াস ও সংগীয় ফোর্সসহ সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁয়ের বিভিন্ন যায়গায় অভিযান চালিয়ে তিনজন ছিনতাইকারী ও তাদের সহযোগীসহ মোট চার জনকে গ্রেফতার করেন। গ্রেফতারের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া মোটরসাইকেল ও ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করেন তারা।
আসামিদের আদালতে প্রেরণ করলে আসামীরা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন।