নোয়াখালীতে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত
- আপলোড সময় : ০৭:৩৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪
- / ৩৫৪ বার পড়া হয়েছে
৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ (৩য় ধাপ) নোয়াখালী সদর, বেগমগঞ্জ ও কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (২৭ মে ) বিকাল সাড়ে ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ (৩য় ধাপ) নোয়াখালী সদর, বেগমগঞ্জ ও কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নোয়াখালী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট দেওয়ান মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান বিপিএম, পিপিএম, নোয়াখালী জেলা বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইসমাঈল।
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা পুলিশ এর উর্ধ্বতন কর্মকর্তা, উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসন এর উর্ধ্বতন কর্মকর্তাগণ সহ নোয়াখালী জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।