রিয়াদে এম এ শুক্কুর পাটওয়ারী সংর্ধিত
- আপলোড সময় : ১১:১৪:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪
- / ৪৭৯ বার পড়া হয়েছে
সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির রিয়াদে মহানগর নাসিম শাখা র উদ্যোগে চাঁদপুর জেলা বিএনপির সহ সভাপতি, ও চাঁদপুর -২ নির্বাচনী এলাকার মতলব উপজেলার সাবেক দুই দুই বারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান এম এ শুক্কুর পাটওয়ারী সংবর্ধিত হয়েছেন।নাসিম শাখা বিএনপির সভাপতি যুব নেতা মাসুদ রানা মাইনুর এর সভাপতিত্বে ও পরিশ্রমী সংগঠক বিপ্লবী সাধারণ সমপাদক জিয়াউল হক মিয়াজির পরিচালনায় সংবর্ধনা ও মত বিনিময়ে বিশেষ অতিথি ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির প্রতিষঠাতা সাধারণ সমপাদক ফারুক আহমেদ চাঁন। বক্তব্য রাখেন নাসিম শাখা বিএনপির সিনিয়র সহ সভাপতি আবদুর রহিম,সহ সভাপতি নান্নু মিয়া,হিরু মিয়া,টিপু মিয়া,আরব আলী মাতবর,সাংগঠনিক সমপাদক ইসমাইল হোসেন,দপ্তর সমপাদক আবদুল মান্নান।সভায় নাসিম শাখা বিএপির পক্ষ থেকে সংবর্ধিত প্রধান অতিথি কে ফুল দিয়ে শুভেচছা জানানো হয়। সংধর্ধিত প্রধান অতিথি এম এ শুক্কুর পাটওয়ারী বলেন শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার কর্মের ও গুনাবলীর ফসল গনতন্ত্রের বাংলাদেশে চলছে আজ ডামী গনতন্ত্রের কালো অধ্যয়।তিনি বলেন অন্দকার থেকে দেশ কে আলোয় আলোকিত করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঠিক ও সাহসী নেতৃত্ব সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।তিনি সবাইকে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করার আহবান জানান।সভায় শহীদ জিয়ার আত্নার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।বিপুল সংখ্যা প্রবাসী বিএনপির নেতাকর্মী সভায় উপস্থিত ছিলেন।