ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন ডিএমপির ডেমরা থানার ওসি মোঃ জহিরুল ইসলাম
- আপলোড সময় : ১২:০৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪
- / ৪০৮ বার পড়া হয়েছে
রাজধানীর ডেমরা সহ দেশবাসীকে পবিত্র ঈদুল আযহা-২০২৪ শুভেচ্ছা জানিয়েছেন ডেমরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জহিরুল ইসলাম।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মহান আল্লাহর নির্দেশে হযরত ইব্রাহীম (আঃ) প্রাণপ্রিয় পুত্র হযরত ইসমাইল (আঃ) কে কুরবানী করতে উদ্যত হয়ে আল্লাহর প্রতি যে আনুগত্য ও ভক্তি প্রদর্শন করেছেন তা অতুলনীয় সমগ্র বিশ্ববাসীর কাছে এ ত্যাগ চিরসমুজ্জ্বল ও অনুকরণীয় হয়ে থাকবে। একটি শান্তিপূর্ণ ও সহনশীল সমাজ বিনির্মাণে ধৈর্য্য ও সহনশীলতা অপরিহার্য।পবিত্র ঈদ-উল-আযহা মহান আদর্শ ও শিক্ষাকে আমাদের চিন্তা ও কর্মে প্রতিফলিত করতে হবে। পবিত্র ঈদ-উল-আযহা মুসলিম জাতির ঐক্য, সংহতি ও ভ্রাতৃত্ববোধকে আরো সুসংহত করবে বলে আমার বিশ্বাস। ঈদ-উল-আযহা সবার জন্য আনন্দপূর্ণ ও কল্যাণকর হোক।
ঈদুল আযহার শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, সহানুভূতি, মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা।সৎ সাহসী,মেধাবী, নীতিবান, ও মানবিক পুলিশ অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম আরও বলেন, আমরা যে যেখানেই থাকি না কেন ঘনিষ্ঠজন, নিকটজনসহ সবাই ঈদের আনন্দ ভাগ করে নেব। ঈদুল আযহা উপলক্ষে ডেমরা থানা সহ বাংলাদেশ ও সারাবিশ্বের মুসলমানদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক বিশ্ব মুসলিমের অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন ।
ঈদ-উল-আযহা আমাদের নতুন আশার আলো দেখায়, কোরবানীর ত্যাগ ও শিক্ষা যেন ফলপ্রসূ হয় সারা বছর জুড়ে। কোরবানী আমাদেরকে ত্যাগের মন্ত্রে বলিয়ান হয়ে হিংসা-বিদ্ধেষ, অহংকারকে কোরবানী দিয়ে ধৈর্য ধারণ, মানুষের প্রতি সহানুভূতিশীল ও সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার শিক্ষা দেয়।
পাশাপাশি তিনি ডিএমপির ওয়ারী বিভাগ কর্তৃক পবিত্র ঈদুল আযহার কিছু নির্দেশনা ঈদের ছুটিতে যাওয়ার আগে পালন করার জন্য সকলকে আহবান জানান।