শিরোনাম :
কেরানীগঞ্জে রাস্তা পারাপারের সময় গাড়িচাপায় যুবক নিহত
মো: শাহিন (নিজস্ব প্রতিবেদক)
- আপলোড সময় : ০৬:৪৩:২৭ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪
- / ৩৩৪ বার পড়া হয়েছে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ নতুন রাস্তা এলাকায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত পরিবহণের চাপায় জাহিদ (৩৮) নামে এক যুবক নিহত হন।
আজ রবিবার ভোর সাড়ে ৪টার দিকে দিকে কেরানীগঞ্জের নতুন রাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদ দক্ষিণ কেরানীগঞ্জ থানার কৈবর্ত্যপাড়ার আমজাদ মিয়া বাড়িতে ভাড়া থাকতো। তার পিতার নাম মৃত আলাউদ্দিন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি আবু মামুন অর-রশিদ জানান, রাস্তা পারাপারের সময় অজ্ঞাত একটি গাড়ি জাহিদকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সংবাদ পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।