শিরোনাম :
রাজনীতি ছেড়ে মাদক আর টিকটক নিয়ে ব্যস্ত জবি ছাত্রলীগ নেতা
রাকিবুল হাসান রাকিব (ক্যাম্পাস প্রতিনিধি জগন্নাথ বিশ্ববিদ্যালয়)
- আপলোড সময় : ০২:৫৬:২১ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪
- / ৩৮৮ বার পড়া হয়েছে
রাজনীতি ছেড়ে মাদক আর টিকটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক অঞ্জন চৌধুরী পিংকু।
বুধবার (৩রা জুলাই) বিডি পোস্টের হাতে তার মাদক সেবনে একটি ছবি আসে। ছবিতে দেখা যায় তিনি মাদক সেবন অবস্থায় মোবাইল চালাচ্ছেন।
এ বিষয় অঞ্জন চৌধুরী পিংকুর সাথে যোগাযোগ করলে তিনি জানান, ছবির ব্যক্তিটি আমি নই। এডিট করে আমাকে বসনো হয়েছে। আমাকে উদ্দেশ্যপ্রণীত ভাবে ফাঁসানো হচ্ছে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজি বলেন, কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি এবং সাধারণ সম্পাদকের সাথে কথা বলে ওনারা যে সিদ্ধান্ত দেয় সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আখতার হোসেনের সাথে এ বিষয়ে যোগাযোগ করা সম্ভব হয়নি ।###