রূপগঞ্জে বিসমিল্লাহ আড়তের দখল ও প্রদেয় টাকা ফেরতের দাবিতে মানববন্ধন
- আপলোড সময় : ০৬:০০:২৯ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪
- / ২২৩ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকার বিস্মিল্লাহ আড়তদারদের উপর চাপ সৃষ্টি, ভয়ভীতি ও জিম্মি করে সন্ত্রাসী কর্তৃক দুই কোটি টাকা চাঁদা আদায়ের প্রতিবাদে ও প্রদানকৃত টাকা ফেরতের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ করেছে আড়তদার ও ব্যবসায়ীরা। গতকাল ১৬সেপ্টেম্বর সোমবার উপজেলা কমপ্লেক্স চত্বরে তারা এ মানববন্ধন করে।
মানববন্ধনপূর্বক উপজেলা কমপ্লেক্স চত্বরে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন আড়তের মালিক মজিবুর রহমান। সভায় বক্তব্য রাখেন আড়তের পরিচালক আয়ুব আলী, ব্যবসায়ী সমিতির সভাপতি সাব্বির হোসেন, বিসমিল্লাহ বাণিজ্যালয়ের মালিক কাজল হোসেন, শেরপুর বাণিজ্যালয়ের মালিক শহিদুল ইসলাম, ব্যবসায়ী ইলিয়াস মোল্লা, রফিকুল ইসলাম, মীম খাবার হোটেলের মালিক খোকন ফরাজী, আলমগীর হোসেন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, জাপান-বাংলা আড়তের নামে ব্যবসায়ীদের কাছ থেকে অবৈধভাবে সন্ত্রাসীরা দুই কোটি টাকা চাঁদা আদায় করেছে। জমির মালিক সেলিম প্রধানের কাছ থেকে ১৬বিঘা জমি ১০বছরের জন্য ভাড়া নিয়ে মজিবুর রহমান দোকান তৈরি করে ১লাখ ৫০হাজার টাকা করে ব্যবসায়ীদের মধ্যে দোকান বরাদ্দ দেন। পরে তা লাভজনক হওয়ায় চুক্তি ভঙ্গ করে জমির মালিক সেলিম প্রধান নিজেই বিসমিল্লাহ পাইকারি কাঁচাবাজার ও ফলের আড়তটি দখলে নেওয়ার পাঁয়তারা করছে। বিসমিল্লাহ আড়তে পাইকারি কাঁচাবাজার, শাক-সবজি, ফল, মুদিমনোহরী, কৃষিপণ্য, আদা, রসুন, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় ৩৫০টি দোকান রয়েছে। আড়তদারকে জিম্মি করে দোকানদারদের কাছ থেকে সন্ত্রাসীরা ৫০হাজার টাকা থেকে ৫লাখ টাকা পর্যন্ত জোরপূর্বক আদায় করছে। কয়েকটি দোকানদারকে উচ্ছেদ করে সেই দোকান ৫লাখ টাকায় নতুন করে বিক্রি করা হচ্ছে। বর্তমানে প্রতিটি দোকান থেকে ৫লাখ টাকা হারে চাঁদা দাবি করা হচ্ছে। প্রশাসনকে জানিয়েও কোন সুফল হচ্ছে না। পরে বিক্ষোভ মিছিল নিয়ে তারা মুড়াপাড়া-মাহমুদাবাদ সড়ক প্রদক্ষিণ করে।
এ ব্যাপারে ব্যবসায়ী সমিতির সভাপতি সাব্বির হোসেন বাদি হয়ে জমির মালিক সেলিম প্রধান, নবী হোসেন, রিপন প্রধান ও খোকন মিয়াকে আসামী করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী বলেন, ব্যবসায়ী সমিতির সভাপতির অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।