স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচরের সভাপতি নাজমুল,সম্পাদক সালেহ আহমেদ নির্বাচিত
- আপলোড সময় : ০১:০৫:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪
- / ৩৩৮ বার পড়া হয়েছে
স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচর এর ২০২৪-২৫ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি নাজমুল আল হোসেন এবং সাধারণ সম্পাদক সালেহ আহমেদ কে মনোনীত করা হয়েছে।
১১ অক্টোবর (শুক্রবার) রাতে স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচর এর নির্বাহী পরিষদের সদস্যদের মতামতের ভিত্তিতে এই কমিটি গঠন করা হয়েছে।
এছাড়া কমিটিতে সিনিয়র সহ সভাপতি নিশাত নাবিলা,সাংগঠনিক সম্পাদক জাফর আহমেদ, অর্থ সম্পাদক এ রয়েছেন কাজী মোহাম্মদ রিয়াদ,দপ্তরে আঃ মান্নান,প্রচারে মোঃ হাবিবুর রহমান , প্রকাশনায় তাজিন ইসলাম, সমাজকল্যাণে খালিদ সাইফুল্লাহ, উচ্চ শিক্ষা তারেক মামুন,তথ্যতে শারমিন আক্তার,ছাত্রী বিষয়কে সাদিয়া বিনতে বেনজির।
উল্লেখ্য যে, চাঁদপুরের সামাজিক সংগঠন স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচর দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে অধ্যয়নরত হাইমচর উপজেলার শিক্ষার্থীদের ছাত্র ও সমাজ কল্যাণমূলক সংগঠন। সংগঠনটি দীর্ঘ ১৬ টি বছর ধরে হাইমচরের শিক্ষার্থী ও সাধারণ মানুষের কল্যাণে মানুষের পাশে থেকে কাজ করা যাচ্ছে।করোনাকালীন,বন্যাকালীনসহ বিভিন্ন দূর্যোগে মানুষের পাশে সর্বদা মানবতার ফেরিওয়ালা হিসেবে মানুষের খেদমতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।