বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় আদর্শিক ছাত্র জনতার ভূমিকা রাখতে হবে ___মাওলানা ইমতিয়াজ আলম
- আপলোড সময় : ০৯:৩৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
- / ২৬৭ বার পড়া হয়েছে
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পূর্বের উদ্যোগে বৃহস্পতিবার ৩১ অক্টোবর’২৪ নগরীর যাত্রাবাড়িস্থ কাজলায় হামিদ কমিউনিটি সেন্টারে শাখা সভাপতি এম. জসীম খাঁর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুল কাদেরের সঞ্চালনায় ওয়ার্ড ও ক্যাম্পাস প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর মুহতারাম সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ মুনতাছির আহমাদ।
মাওলানা ইমতিয়াজ আলম বলেন, ভাষা আন্দোলন, স্বাধীনতা যুদ্ধ, স্বৈরাচার পতন আন্দোলনসহ দেশ ও জাতির ক্রান্তিকালে সবসময় দেশের মুসলমানরা অগ্রণী ভূমিকা পালন করলেও মুসলমানদের অধিকার ও মর্যাদা সবসময়ই উপেক্ষিত ও ক্ষুন্ন করেছে একদল স্বার্থান্বেষী গোষ্ঠী। তাই আগামী দিনে ইসলাম, দেশ ও মানবতার জন্য কাজ করতে শক্তি ও যোগ্যতা অর্জন করতে হবে। ভালো মানুষের হাতে নেতৃত্বভার প্রদান করতে হবে, তাহলেই একটি বৈষম্যহীন ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে।
প্রধান বক্তা মুহাম্মাদ মুনতাছির আহমাদ তার বক্তব্যে বলেন, উত্তম আদর্শ ছাড়া উত্তম সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব না। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে শিক্ষার্থীদের মাঝে ইসলামের সুমহান আদর্শ চর্চার মাধ্যমে উত্তম মানবজীবন গঠনের জন্য কাজ করে যাচ্ছে। তাই আদর্শিক ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামের সুমহান আদর্শের দাওয়াতকে সকল ক্যাম্পাসে শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেয়ার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন ও কর্মসংস্থান সম্পাদক শেখ মুহাম্মাদ মাহবুবুর রহমান তার বক্তব্যে বলেন- মুসলিম উম্মাহর একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে। আমরা উত্তম জাতি হিসেবে পৃথিবীতে এসেছি মানবজাতির কল্যাণের জন্য। বর্তমান বিশ্ব মোড়লরা বিশ্বকে নেতৃত্ব দেওয়ার নৈতিক অধিকার হারিয়েছে। তাই আদর্শিক মুসলিম তরুণদেরকেই আগামী বিশ্বকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করতে হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পূর্বের সহ-সভাপতি মুহাম্মদ মাইনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান নোমান, প্রশিক্ষণ সম্পাদক শফিকুল ইসলাম মুহাম্মাদ, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মোঃ মাহমুদুল হাসান, প্রকাশনা ও দফতর সম্পাদক মুহাম্মাদ সাব্বির হুসাইন, অর্থ ও কল্যাণ সম্পাদক হুসাইন বিন আসাদ, বিশ্ববিদ্যালয় সম্পাদক সাব্বির হোসাইন। স্কুল ও কলেজ সম্পাদক এম. আকরাম হোসাইন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোঃ রিয়াজুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মোঃ তোফায়েল আহমদ সহ নগর, থানা, ওয়ার্ড ও ক্যাম্পাস এর নেতৃবৃন্দ।