উপদেষ্টা ড. ইউনুস আপনি নির্বাচনী রোড ম্যাপ প্রকাশ করুন : ফারুক
- আপলোড সময় : ১১:০৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
- / ২৮১ বার পড়া হয়েছে
নোয়াখালীর সেনবাগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপি’র মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে নোয়াখালীর সেনবাগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে সেনবাগ বাজারের প্রধান সড়কে বিভিন্ন ইউনিয়ন ও পৌর ওয়ার্ড থেকে উপজেলা বিএনপি’র মিছিল ও জিরো পয়েন্টে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সেনবাগ উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আমিন উল্যাহ বিএসসি’র সঞ্চালনায় সভাপতিত্ব করেন, সেনবাগ পৌর বিএনপি’র আহবায়ক আবদুল হান্নান লিটন।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় সংসদের সাবেক বিরোধীদলীয় চীফ হুইপ ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক।
এসময় উপস্হিত ছিলেন, নোয়াখালী জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, জেলা বিএনপির সহ-সভাপতি ও সেনবাগ পৌরসভার সাবেক কমিশনার জাহিদুল ইসলাম সবুজ, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মুক্তার হোসেন পাটোয়ারী, পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপি’র সদস্য সহিদ উল্যাহ সহিদ, পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ফারুক বাবুল, জেলা যুবদলের গণশিক্ষা সম্পাদক মোঃ খোরশেদ আলম চৌধুরী ফুটন, বিএনপি’র নেতা নুর নবী বাচ্চু, ভিপি জাহাঙ্গীর, সাবেক জেলা পরিষদের সদস্য জহিরুল ইসলাম জহির, বিএনপি নেতা মির্জা মোস্তফা, বিএনপি নেতা আ জ ম রহিম উল্লাহ চৌধুরী সুজন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হুমায়ুন কবির হুমু, সেনবাগ সরকারি কলেজের সাবেক জিএস আলহাজ্ব আ জ ম বশির উল্লাহ চৌধুরী রিপন, ছাত্রদলের সাবেক সভাপতি ইয়াসিন আলী বাবর, উপজেলা যুবদলের আহবায়ক সাহেব উদ্দিন রাসেল, যুবদলের নেতা প্রবাসী চান্দন হোসেন রাজু, ৩নং ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবদুল আলী মিনু, পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক এমাম হোসেন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দীন লিটন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মহিন উদ্দিন মহিন, পৌর যুবদলের আহবায়ক মোকাররম হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কামরুল হাসান তুহিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক সানা উল্যাহ সহ উপজেলা বিএনপি’র সকল ইউনিয়ন, পৌর ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীগণ।
প্রধান অতিথি বলেন, আমাদের মতো যারা দলের জন্য ঘুম, খুন, জেল, জুলুম নির্যাতনে শিকার হয়েছে তাদেরকে আমরা ভুলে গেলে হবে না, তাদের আত্মত্যাগকে সামনে রেখে আমাদের পথ চলা হবে, কারণ ভোগে সুখ নয় ত্যাগে ও সুখ আছে।
তিনি আরো বলেন, এত বড় আন্দোলনের পিছনে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান অনেক বড় অবদান রেখেছেন। উপদেষ্টা ড. ইউনুস আপনি নির্বাচনী রোড ম্যাপ প্রকাশ করুন। আপনি মঈন উদ্দিন – ফখরুদ্দীন এর মত ৩ মাসের জন্য এসে দুই বছর ক্ষমতায় অধিষ্ঠিত হলে, এদেশের মানুষ কাউকে ক্ষমা করবে না। মোদি কে উদ্দেশ্য করে বলেন, ৪০০’শ মামলার আসামী শেখ হাসিনা কে বাংলার মাটিতে ফেরত পাঠাতে হবে।