খানসামায় মা ও মেয়ের ঝুলন্ত লাস উদ্ধার
- আপলোড সময় : ১২:৩৩:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
- / ১২৪৩ বার পড়া হয়েছে
বুধবার দিবাগত রাতে দিনাজপুরের খানসামা উপজেলার আংগাড়পাড়া ইউনিয়নের পাকেরহাট আরাজী জুগির গ্রামের বেনু পাড়ার ভক্ত রায়ের স্ত্রী সুজাতা রানী রায়(২৪) ও মেয়ে নীলাদ্রি রায় (৬) ঝুলন্ত লাস উদ্ধার করে খানসামা থানা পুলিশ।
পরিবার সুত্রে জানা যায় পাশ্ববর্তী পার্বতীপুর উপজেলার বিলাইচন্ডি ইউনিয়নের বাঘাচড়া গ্রামের অমিত্য রায়ের মেয়ে ও নাতনি।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায় ভিক্টিমের ঘরে একটি সুইসাইড নোট পাওয়া যায়। যেখানে মৃত্যুর জন্য কাউকে দায়ী করা হয় নাই।
শেখ মুহাম্মদ জিন্না আল মামুন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) বলেন সুইসাইড নোটের লেখা ভিকটিমের কি’না তা পরীক্ষা নিরীক্ষা সাপেক্ষে জানা যাবে।
খানসামা থানার অফিসার ইনচার্জ ( ওসি) নজমুল হক
বলেন লাস প্রাথমিক সুরতহাল হাল শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপালে পঠানো হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন জড়িতদের গ্রেফতারের জন্য কাজ করছে থানা পুলিশ।