আগামীর বাংলাদেশে উন্নয়নে কোন বৈষম্য করা হবে না বললেন যুব ও ক্রিয়া উপদেষ্টা
- আপলোড সময় : ০৭:৩৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
- / ২৫৩ বার পড়া হয়েছে
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দিনাজপুরের খানসামা উপজেলা পরিদর্শনে আসেন যুব ও ক্রিড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। খানসামা উপজেলার ১ নং আলোকঝাড়ী ইউনিয়নের মরিয়ম বাজার এলাকায় একটি ব্রিজ পরিদর্শন শেষে উপজেলা পরিষদ কমপ্লেক্সের হলরুমে উপজেলার অসহায় ও দঃস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন জুলাই বিপ্লবের অন্যতম নেতা ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এর উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এরপর পাকেরহাট গ্রোর্য়াস মার্কেটে গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইসমাইল হোসেন এর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি আল মেহেরাজ মিথুন। বক্তব্য রাখেন নাগরিক কমিটির নেতা সাইথ সহ জেলা ও উপজেলা সকল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা।
এ সময় আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার বক্তব্যে বলেন বাংলাদেশে উন্নয়নে কোন বৈষম্য করা হবে না।
খানসামা অনেক পিছিয়ে পড়া উপজেলার মধ্যে একটি, এ উপজেলায় শিক্ষার হার ৪৭% হওয়ায় তিনি বিস্মিত হন। তিনি আরও বলেন বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এলাক ভিক্তিক উন্নয়ন কম হয়েছে, যে এলাকায় নেতা ছিল সে এলাকায় কাজ করা হত, আর যে এলাকায় নেতা ছিল না সে সকল এলাকায় কোন উন্নয়ন কাজ হত না। এই সকল বৈষম্য দুর করতে আমাদের সরকার কাজ করছে। এ সময় রাজনৈতিক দলগুলোর প্রতি আহবান জানান দীর্ঘ লড়াই সংগ্রামের পর বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদদের গ্রাস থেকে মুক্তি পেয়েছে, অনেক রাজনৈতিক দলগুলো নিপিড়ন ও নির্যাতনের শিকার হয়েছেন। আপনারা জানেন এই নির্যাতন আর নিপিড়নের কষ্টটা কি,আপনারা আবার চাঁদাবাজি দখল দারিত্ব করে দেশকে দুঃশাসনের মধ্যে ফেলে দেবেন না। আপনারা দেখেছেন বিগত দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের কি পরিনতি হয়েছে। আপনারা যদি সেই পরিনতি না চান তাহলে যারা এই চাঁদাবাজি আর দখল দারিত্বে সঙ্গে যুক্ত হয়েছেন আল্লাহর ওয়াস্তে সেখান থেকে বের হয়ে আসেন এদেশের মানুষ স্বাগত জানাবে। পরে খানসামা উপজেলার বিভিন্ন উন্নয়নের আশ্বাস দিয়ে যান যুব ও ক্রিড়া উপদেষ্টা।
উল্লেখ্য পার্শ্ববর্তী কাহারোল উপজেলা পরিশর্দন শেষে খানসামায় পৌছান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।