কেরানীগঞ্জে খাল দখলমুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান
- আপলোড সময় : ০২:৪২:৫৩ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
- / ৪০৪ বার পড়া হয়েছে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরের করেরগাঁও এলাকায় আওয়ামী লীগ নেতার দখল করা খালের উদ্ধারে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
আজ শনিবার (৮ই ফেব্রুয়ারি) সকালে করেরগাঁও এলাকায় কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া নেতৃত্বে এক্সকাভেটর মেশিনের সাহায্যে খালের ওপর থাকা রাস্তা নির্মাণের মাটির ও বাঁধ উচ্ছেদ করা হয়।
স্থানীয়রা জানান, করেরগাঁও এলাকায় শত বছরের পুরনো এই সরকারি খাল ভরাট করে ব্যক্তিগত রাস্তা নির্মাণের করে ইয়াকুব ও আশকর আলী। বিষয়টি খবর পেয়ে আজ খাল উদ্ধারে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।খালটি দখলমুক্ত করায় এলাকার জলাবদ্ধতা দূর হবে এবং কৃষিতেও বিপ্লব ঘটবে। আমরা স্থানীয়রা প্রশাসনকে ধন্যবাদ জানাই।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া বলেন, এক্সকাভেটর মেশিনের সাহায্যে খালের উপর থাকা মাটির বাঁধ অপসারণ করা হয়েছে। সরকারি খাল দখল ও দখল করে কারো স্থাপনা করার সুযোগ নেই। দখল সরাতে অভিযান অব্যাহত রাখা হবে বলে জানান তিনি।