সাংবাদিকের সঙ্গে মতবিনিময় করলেন মনোনয়ন প্রত্যাশী কর্নেল মোস্তাফিজুর রহমান
- আপলোড সময় : ১০:৫৩:০৭ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
- / ২৬৫ বার পড়া হয়েছে
দিনাজপুর-৪ (খানসামা ও চিরিরবন্দর) আসনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী কর্নেল (অবসরপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান চৌধুরী খানসামা ও চিরিরবন্দরের সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন।
বুধবার (২ জুলাই) দুপুরে খানসামা উপজেলার পাকেরহাট চৌধুরী রাইস মিল চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়। দুই উপজেলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা অংশগ্রহণ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য ও খামারপাড়া ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক চৌধুরী, আজিজার রহমান শাহ্ এবং চিরিরবন্দর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহিদ চৌধুরীসহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।
সভায় কর্নেল (অব.) মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকার গণতন্ত্রকে ধ্বংস করেছে। জনগণ ৫ আগস্ট জুলাই আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী সরকারকে পতন হয়। এখন একটি সুষ্ঠু ও অংশগ্রহণ মূলক জাতীয় নির্বাচন প্রত্যাশীত বলে মনে করে খানসামা চিরিরবন্দরের সাধারণ মানুষেরা।
তিনি আরও বলেন, দিনাজপুর-৪ আসনে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে। এই অঞ্চলের বিএনপির নেতা-কর্মী ও সাধারণ মানুষের আহ্বানে আমি মনোনয়ন প্রত্যাশা হয়েছি। ধানের শীষকে বিজয়ী করতে সক্রিয়ভাবে কাজ করছি। এসময় সকলের দোয়া সহযোগিতা ও উপদেশ কামনা করেন তিনি।