সেনবাগ যুবদল নেতা সাহেব উদ্দিন রাসেলের বহিষ্কারাদেশ প্রত্যাহার– নেতাকর্মীদের মাঝে স্বস্তির ঢেউ
- আপলোড সময় : ১২:০১:০৩ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
- / ২০৬ বার পড়া হয়েছে
নোয়াখালীর সেনবাগ উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব সাহেব উদ্দিন রাসেলের বহিষ্কারাদেশ অবশেষে প্রত্যাহার করা হয়েছে। শনিবার গভীর রাতে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক পত্রে এ সিদ্ধান্তের আনুষ্ঠানিক নিশ্চয়তা দেওয়া হয়।
খবরটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সেনবাগ-সোনাইমুড়ি অঞ্চলের যুবদল ও ছাত্রদলসহ দলীয় নেতাকর্মীদের মাঝে স্বস্তি ও উৎসাহ ফিরে আসে। রাত সাড়ে ১০টার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে সেনবাগ উপজেলা যুবদলের সদস্য সচিব ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাহেব উদ্দিন রাসেল বলেন,
“বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জয়নুল আবেদীন ফারুক এমপি, কেন্দ্রীয় যুবদলের সভাপতি-সম্পাদক, নোয়াখালী জেলা যুবদলের নেতৃত্বসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা আমার প্রতি যে আস্থা ও ভালোবাসা দেখিয়েছেন, তা আজীবন স্মরণীয় থাকবে।”
তিনি আরও দলীয় নেতাকর্মীদের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
অন্যদিকে বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবর পাওয়ার পর সেনবাগ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে দলীয় নেতাকর্মীরা আনন্দ প্রকাশ করেন এবং অনেকেই এটিকে “দলের জন্য ইতিবাচক সিদ্ধান্ত” বলে মন্তব্য করেন।
দলীয় মহলে এখন নতুন উদ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।























