ঢাকা ১০:১৮ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ডেমরায় ৭ মাসেও মিলেনি সড়ক দুর্ঘটনায় নিহতের পরিচয়

মোঃ সালে আহমেদ (নিজস্ব প্রতিবেদক)
মোঃ সালে আহমেদ (নিজস্ব প্রতিবেদক)
  • আপলোড সময় : ১২:৪০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • / ২০৬ বার পড়া হয়েছে

রাজধানীর ডেমরায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞা অনুমান (৫৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ওই দুর্ঘটনার ৭ মাস পেরিয়ে গেলেও নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। গত ২ জুলাই বিকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আর এ বিষয়ে গত ৬ জুলাই অজ্ঞাতনামা গাড়ির চালকের বিরুদ্ধে ডেমরা থানায় একটি মামলাও করা হয়। গত ৩ জুন ভোরে ডেমরা-রামপুরা সড়কের মীরপাড়া এলাইড গ্রুপের সামনে পাকা রাস্তার উপর এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মুরাদ হোসেন জানায়, গত ৩ জুন ভোর সাড়ে ৫টার দিকে মীরপাড়া এলাইড গ্রুপের সামনে পাকা রাস্তা দিয়ে দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি ওই ব্যক্তিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ও ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিরা আহত অবস্থায় তাকে সিএনজি যোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। এদিকে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যুর খবর পেয়ে ডেমরা থানা পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যায়। পরে মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠায়। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে পিবিআই ডিএনএ, আঙুলের ছাপ ও প্রয়োজনীয় নমুন সংগ্রহ করলেও এখন পর্যন্ত লাশের পরিচয় সনাক্ত হয়নি।

উল্লেখ্য: নিহত ব্যক্তির পরিচয় সম্পর্কে কারও কাছে কোনো তথ্য থাকলে ডেমরা থানা অফিসার ইনচার্জের নম্বর ০১৩২০-০৪০৫৩৭ অথবা এসআই কাউসার আল মাসুদের নম্বর ০১৭৭৯-৩৬৬৬২০-এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে পুলিশ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ডেমরায় ৭ মাসেও মিলেনি সড়ক দুর্ঘটনায় নিহতের পরিচয়

আপলোড সময় : ১২:৪০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

রাজধানীর ডেমরায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞা অনুমান (৫৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ওই দুর্ঘটনার ৭ মাস পেরিয়ে গেলেও নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। গত ২ জুলাই বিকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আর এ বিষয়ে গত ৬ জুলাই অজ্ঞাতনামা গাড়ির চালকের বিরুদ্ধে ডেমরা থানায় একটি মামলাও করা হয়। গত ৩ জুন ভোরে ডেমরা-রামপুরা সড়কের মীরপাড়া এলাইড গ্রুপের সামনে পাকা রাস্তার উপর এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মুরাদ হোসেন জানায়, গত ৩ জুন ভোর সাড়ে ৫টার দিকে মীরপাড়া এলাইড গ্রুপের সামনে পাকা রাস্তা দিয়ে দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি ওই ব্যক্তিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ও ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিরা আহত অবস্থায় তাকে সিএনজি যোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। এদিকে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যুর খবর পেয়ে ডেমরা থানা পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যায়। পরে মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠায়। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে পিবিআই ডিএনএ, আঙুলের ছাপ ও প্রয়োজনীয় নমুন সংগ্রহ করলেও এখন পর্যন্ত লাশের পরিচয় সনাক্ত হয়নি।

উল্লেখ্য: নিহত ব্যক্তির পরিচয় সম্পর্কে কারও কাছে কোনো তথ্য থাকলে ডেমরা থানা অফিসার ইনচার্জের নম্বর ০১৩২০-০৪০৫৩৭ অথবা এসআই কাউসার আল মাসুদের নম্বর ০১৭৭৯-৩৬৬৬২০-এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে পুলিশ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন