সিদ্ধিরগঞ্জে আওয়ামী দোসর কবির–মিজান পলাতক, সহযোগী লিটন প্রকাশ্যে: গ্রেপ্তারের দাবি
- আপলোড সময় : ১১:৪৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
- / ২০৮ বার পড়া হয়েছে
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : জুলাই গনঅভ্যুত্থানে ছাত্র-জনতার হত্যা মামলার আসামি সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন ও স্বৈরাচারী আওয়ামী লীগ নেতা মিজান ওরফে দিপু সহ তাদের আরো অনেক সহযোগী পালিয়ে গেলেও কবিেের ম্যানাজার সিদ্ধিরগঞ্জের নাসিক ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মো: লিটন হোসেন এখনো এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন বলে দাবী স্থানীয়দের।
স্থানীয় সূত্রে জানা যায় স্বৈরাচারী আওয়ামী লীগের নেতারা পালিয়ে গেলেও নাসিক ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি লিটন হোসেন এখনো এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।লিটন কবিরের বিশ্বস্ত লোক তার মাধ্যমে অনেক কিছু আদান প্রদান হচ্ছে বলে জানান এলাকাবাসী।
স্থানীয়দের তথ্যে আরো জানায়, ছাত্র-জনতার আন্দোলনের সময় স্বৈরাচারী আওয়ামী লীগের নেতা কবিরের সহযোগী এই লিটন সহ আরো অনেকে ছিলেন। তাই স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি লিটন সহ আওয়ামী লীগের দোসরদের দ্রত গ্রেপ্তারের দাবী করেছেন এলাকাবাসী।
উল্লেখ্য- গত ১৭ ডিসেম্বর বিকেলে নারায়ণগঞ্জে এক অনুষ্ঠান শেষে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন আওয়ামী লীগের যারা সন্ত্রাসী, তাদের বিরুদ্ধে মামলা না থাকলেও আইনের আওতায় নিয়ে আসতে পুলিশকে নির্দেশনা দিয়েছেন।




















