ডেমরায় বামৈলে চুরি যাওয়া মোটর সাইকেল ব্রাহ্মণবাড়িয়া উদ্ধার: গ্রেফতার-১
- আপলোড সময় : ০৭:২৬:০৫ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
- / ২০৩ বার পড়া হয়েছে
রাজধানীর ডেমরায় চুরি যাওয়া মোটরসাইকেল (যশোর ল-১৩-১৩২৪) ব্রাহ্মণবাড়িয়া থেকে উদ্ধারের সময় মো. সজিব মিয়া (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৫ জানুয়ারি) দুপুরে আদালতে পাঠানো হলে বিকালেই আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত শনিবার (২৪ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার জগন্নাথপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সজিব ওই এলাকার মৃত হক সাহেবের ছেলে। গত ২৩ জানুয়ারি ডেমরার বামৈল দক্ষিণ পাড়া থেকে ওই মোটর সাইকেল চুরি হয় যেটির আনুমানিক মূল্য ১ লাখ ৮৬ হাজার টাকা।
ডেমরা থানার ওসি (তদন্ত) মুরাদ হোসেন জানান, সিসিটিভি ফুটেজ ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি একটি পেশাদার চোরচক্রের সদস্য এবং তার বিরুদ্ধে পূর্বেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
























