বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান হাওলাদার আর নেই : রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
- আপলোড সময় : ০৮:৩৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩
- / ৪৪৬ বার পড়া হয়েছে
বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান হাওলাদার আর নেই। বৃহস্পতিবার ১৬/১১/২০২৩ ইং বেলা ১০.৩০ মিনিটে
বরিশাল জেলার গৌরনদী উপজেলায় নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। বৃহস্পতিবার বাদ এশা নামাজে জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় জন্মস্থান বরিশাল জেলার গৌরনদী উপজেলার লেবুখালি গ্রামে দাফন করা হয়।
এলাকায় তিনি ভদ্র, বিনয়ী এবং পরহেজগার হিসেবে পরিচিত ও তার পরিবারের ব্যাপক সুনাম রয়েছে। সিদ্দিকুর রহমান হাওলাদারের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে এবং ভাই-বোনসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের রুহের মাগফেরাতের জন্য পরিবারের সদস্যরা সবার কাছে দোয়া চেয়েছেন।
এদিকে বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান হাওলাদারের মৃত্যুতে শোক জানিয়েছেন – নিউজ ২১ বাংলাটিভির সিইও ও পরিচালক জনাব মোঃ রনি মজুমদার।
শোক বার্তায় মোঃ রনি মজুমদার বলেন, আমি মনে করি, তাঁর মৃত্যুতে দেশ ও জাতি একজন প্রকৃত দেশপ্রেমিক ও একজন বীর মুক্তিযোদ্ধাকে হারালো, যে শূন্যতা পূরণ হবার নয়। আমি সিদ্দিকুর রহমান হাওলাদার এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।