সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক ৪জন স্বপ্নের বাজার ও ২জন লাখপতি নির্বাচিত
- আপলোড সময় : ০৬:১৫:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
- / ২৬৭ বার পড়া হয়েছে
সেনবাগের ৫নং অর্জুনতলা ইউনিয়নের পিছিয়ে থাকা কিছু সৌভাগ্যবান মানুষের জন্য স্বপ্নের বাজার এবং নতুন লাখপতিদের সম্প্রতি অনুষ্ঠিত লটারিতে নির্বাচিত করা হয়।
শনিবার (২৬ অক্টোবর ) বিকেলে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক ৫নং অর্জুনতলা ইউনিয়নের পিছিয়ে থাকা কিছু সৌভাগ্যবান মানুষের জন্য স্বপ্নের বাজার এবং সম্প্রতি অনুষ্ঠিত লটারিতে নির্বাচিত নতুন লাখপতিদের অর্থ প্রদান অনুষ্ঠান ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচিতদের বাজার ও অর্থ প্রদান অনুষ্ঠানে সৈয়দ হারুন ফাউন্ডেশন এর সভাপতি মোঃ জাবের এর সভাপতিত্বে সঞ্চালনা করেন সৈয়দ হারুন ফাউন্ডেশন এর সদস্য সচিব কাউছার আহমেদ।
উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সৈয়দ হারুন ফাউন্ডেশন এর উপদেষ্টা, ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবদুস সাত্তার বিএসসি।
সৈয়দ হারুন ফাউন্ডেশন এর মানবতার কল্যাণমূলক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ৫নং অর্জুনতলা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাখাওয়াত হোসেন রিপন, সৈয়দ হারুন ফাউন্ডেশন এর সদস্য হারুনুর রশীদ, মিজানুর রহমান ভূঁইয়া, ইউছুপ মজুমদার, নিজামুল হক চৌধুরী, সামছুদ্দৌহা, মেহরাব হোসেন।
এসময় সৈয়দ হারুন ফাউন্ডেশন এর উপদেষ্টা ও সদস্যরা ৫নং অর্জুনতলা ইউনিয়নের পিছিয়ে থাকা ৪জন সৌভাগ্যবান মানুষের জন্য স্বপ্নের বাজার এবং সম্প্রতি অনুষ্ঠিত লটারিতে নির্বাচিত নতুন ২জন লাখপতিদের মাঝে নগদ ১লক্ষ টাকা করে অর্থ প্রদান করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, সৈয়দ হারুন ফাউন্ডেশন এর সদস্য মোঃ ইসমাইল হোসেন, রমদানুল ইসলাম বিজয়, মাসুম ইবনে আলম, মোঃ ফরহাদ , এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ।