সিদ্ধিরগঞ্জে হলি ডে মার্কেটের নামে রাস্তা দখল ও চাঁদাবাজির অভিযোগ: ভোগান্তিতে সড়কে চলাচলকারী বাসিন্দারা
- আপলোড সময় : ১১:৪৯:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
- / ৪১৮ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে ব্যস্ততম সড়ক দখল করে হলি ডে মার্কেট করে হকার বসিয়ে চাঁদা আদায় করা হচ্ছে। প্রতি সোমবার সড়ক দখল করে বসানো হচ্ছে কয়েকশত হকার এছাড়াও প্রতিদিন সড়কের দুই পাশে বসানোহচ্ছে অস্থায়ী ভ্যান । যদিও এ নিয়ে ইতমধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে স্থানীয়দের মাঝে।
সোমবার (১৭ ফেব্রুয়ারী) বিকেলে সরেজমিনে সানারপার খালপাড় থেকে সানারপার বাসস্টান্ড পর্যন্ত গিয়ে দেখা যায়, সড়কের একাংশ দখল করে বসেছে ভ্রাম্যমাণ বাজার। তাই সকল প্রকার যানবাহন চলাচলে ধীরগতি দেখাগেছে কখনও বা দীর্ঘ জ্যাম সৃষ্টি হচ্ছে। এছাড়াও ছুটির দিনে ব্যাপক ক্রেতার সমাগম ঘটে সেখানে আর তাই ভোগান্তিতে পড়েছে ওই সড়কে চলাচলকারী বাসিন্দারা।
নাম প্রাকাশে অনিচ্ছুক এক বাসিন্দা জানান, এই চাঁদাবাজি ও অবৈধ দোকান বসানোর জন্য স্থানীয় কিছু ব্যক্তিই দায়ী। ব্যাবসায়ীরা জানায়, প্রতি সোমবার দোকান বসাতে তাদের ২০০-৩০০ শত টাকা চাঁদা দিতে হয় ও প্রতিদিন ভ্রাম্যমাণ ভ্যান থেকে নেওয়া হয় ১০০-১৫০ টাকা ।
এ এলাকার একজন ব্যাবসায়ী বলেন, আমরা লাখ টাকা জামানত দিয়ে স্তায়ী দোকান নিয়ে ব্যাবসা করি, এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি আমাদের দোকানের সামনে অবৈধভাবে চাঁদা নিয়ে দোকান বসাচ্ছেন এতে আমাদের ব্যাবসায় প্রভাব পরছে তাদের ভয়ে আমরা কিছু বলতে পারি না ।
এ সড়কে প্রতিনিয়ত চলাচল কারী এক অটো চালক বলেন, মামা এই ব্যাজারের লাইগা আমরা সানারপার বাসস্টান্ড এর যাত্রীগো খাল পাড়ে নামাই দেই ৩০ সেকেন্ট এর রাস্তা পাড় হইতে ১০ মিনিট লাইগা যায়।
স্থানীরা বলেন, প্রশাসনের নজরদারি না থাকায় ব্যস্ততম সড়ক দখল করে হলি ডে মার্কেটের নামে চাঁদা আদায় লাভবান হচ্ছেন একটি চক্র । প্রশাসনের নীরবতা চাঁদাবাজদের আরও বেপরোয়া হতে উৎসাহ যোগাচ্ছে, আমরা আশাকরি দ্রুত সময়ের মধ্যে প্রশাসনের পদক্ষেপ দেখতে পাবো।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনুর আলম বলেন, তিনি এই বিষয়ে অবগত নন লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।