কদমতলীতে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ কিশোর, পরিবারের উদ্বেগ

- আপলোড সময় : ০৫:৫৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
- / ২৭২ বার পড়া হয়েছে
রাজধানীর কদমতলী থানাধীন মদিনাবাগ এলাকা থেকে মোঃ আলম হোসেন (১৬) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। গত ১৯ আগস্ট দুপুর অনুমানিক ৬টা সময় প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে সে আর ফিরে আসেনি বলে জানিয়েছে তার পরিবার।
নিখোঁজ আলম হোসেনের পিতা মোঃ আবু তাহের জানিয়েছেন, তাদের বাসা মদিনাবাগ গাজী ভবনে। তার ছেলে প্রতিদিনের মতো সেদিনও প্রাইভেট পড়ার কথা বলে বাসা থেকে বের হয়। তবে দীর্ঘ সময় পার হলেও সে বাড়িতে না ফেরায়, আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের বাসায় খোঁজখুঁজি করেন তারা। কিন্তু কোথাও তার সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ কিশোরের বয়স ১৬ বছর। উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, গায়ের রং ফর্সা এবং মুখমণ্ডল লম্বা ও গোলাকার। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল কালো প্যান্ট ও একটি টি-শার্ট।
এ ঘটনায় মোঃ আবু তাহের কদমতলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নং: ১৪৫৩, তারিখ: ২০/০৮/২০২৫। জিডির ট্র্যাকিং নম্বর: 5P1MM8।
পরিবারের সদস্যরা ছেলেটির খোঁজ পেতে দারুণভাবে উদ্বিগ্ন এবং কেউ কোনো খোঁজ পেলে নিচের নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন:
মোবাইল: ০১৯২১০২১৫৯৪ (বাবা)
এ বিষয়ে কদমতলী থানা পুলিশ জানিয়েছে, নিখোঁজ কিশোরের সন্ধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং আশেপাশের এলাকায় খোঁজ চালানো হচ্ছে।