ডেমরায় বাস কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ : নিহত ১

- আপলোড সময় : ০৮:১২:৩২ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
- / ৩৩৯ বার পড়া হয়েছে
রাজধানীর ডেমরায় অছিম পরিবহন নামের যাত্রীবাহী বাসের সঙ্গে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে মো.সাব্বির আহম্মেদ (৩৫) নামের চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন
০৮ ই সেপ্টেম্বর (সোমবার) বেলা সাড়ে ১০ টার দিকে ডেমরা-রামপুরা সড়কের মীরপাড়া এলাইড গ্রুপের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অছিম পরিবহনের ওই বাস এবং বাসের চালক কে আটক করেছে ডেমরা থানা পুলিশ। এদিকে খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের একটি দল নিহতের লাশ উদ্ধার করে। পরে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য লাশ রাজধানীর মিটফোর্ড স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠাই ডেমরা থানা পুলিশ।এবিষয়ে ডেমরা থানায় মামলা প্রক্রিয়াধীন। নিহত সাব্বির চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার বুঝইল গ্রামের মোহাম্মদ আলাউদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ডেমরার স্টাফ কোয়ার্টার থেকে অছিম পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস রামপুরা যাওয়ার সময় অপর দিক থেকে আসা কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় কাভার্ড ভ্যানের চালক সাব্বির আহম্মেদ ঘটনাস্থলেই মৃত্যু বরন করেন। খবর পেয়ে থানা পুলিশ অছিম পরিবহন এবং চালক মো. মুক্তার হোসেনকে (৩৮) আটক করে। এ ঘটনায় ১ জন নিহত ছাড়া তেমন কেউ আহত হয়নি বলে জানায় থানা পুলিশ।
আটক মুক্তার হোসেন ঢাকা মিরপুরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এলাকায় বসবাসরত ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার নোহাটি গ্রামের আব্দুল মজিদের ছেলে।
ঘটনা নিশ্চিত করে ডেমরা থানার ওসি মো.মাহামুদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে এবং বাস সহ তার চালকে আটক করে আপাতত পুলিশের হেফাজতে রাখা হয়েছে এবং এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।