ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কেরানীগঞ্জে জামায়াত ইসলামের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মো: শাহিন (নিজস্ব প্রতিবেদক)
মো: শাহিন (নিজস্ব প্রতিবেদক)
  • আপলোড সময় : ০৭:৩৪:৫২ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • / ২০৭ বার পড়া হয়েছে

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছেন। আজ শনিবার (১৫ নভেম্বর)
দক্ষিণ কেরানীগঞ্জ থানা তেঘরিয়া ইউনিয়ন শাখার জামায়াতের উদ্যোগে তেঘরিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্পে ৬ শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। স্থানীয় দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষকে মৌলিক চিকিৎসাসেবা পৌঁছে দিতে এ উদ্যোগ নেয়া হয়। ক্যাম্পে গাইনি, চক্ষু, লিভার, নাক-কান-গলা, মেডিসিন, চর্ম এবং শিশু রোগ বিভাগে রোগীদের চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়। নারী, শিশু, প্রবীণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিনামূল্যে চিকিৎসা গ্রহণ করেন।

ক্যাম্পের উদ্বোধন করেন ঢাকা–৩ আসনের জামায়াতের মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ শাহিনুর ইসলাম। প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন, এলাকার মানুষ যেন ন্যূনতম স্বাস্থ্যসেবার জন্য কষ্ট না পায়,এটাই আমাদের মূল লক্ষ্য। তাই আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি। তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার, আর মানুষের কল্যাণে বিত্তশালীদের এগিয়ে আসা উচিত। রাজনৈতিক মতভেদের ঊর্ধ্বে থেকে সমাজের জন্য কাজ করার আহ্বান জানান তিনি।

আয়োজকরা জানান, এলাকার সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে।

অনুষ্ঠানের তেঘরিয়া ইউনিয়নের আমীর মো. হানিফ মিয়ার সভাপতিত্বতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা সুরা সদস্য এডভোকেট মীর আতাউর রহমান, তথ্য ও যোগাযোগ বিভাগের সদস্য কাজী বেলাল উদ্দিন, কর্ম পরিষদ সদস্যসহ তেঘরিয়ার বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কেরানীগঞ্জে জামায়াত ইসলামের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আপলোড সময় : ০৭:৩৪:৫২ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছেন। আজ শনিবার (১৫ নভেম্বর)
দক্ষিণ কেরানীগঞ্জ থানা তেঘরিয়া ইউনিয়ন শাখার জামায়াতের উদ্যোগে তেঘরিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্পে ৬ শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। স্থানীয় দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষকে মৌলিক চিকিৎসাসেবা পৌঁছে দিতে এ উদ্যোগ নেয়া হয়। ক্যাম্পে গাইনি, চক্ষু, লিভার, নাক-কান-গলা, মেডিসিন, চর্ম এবং শিশু রোগ বিভাগে রোগীদের চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়। নারী, শিশু, প্রবীণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিনামূল্যে চিকিৎসা গ্রহণ করেন।

ক্যাম্পের উদ্বোধন করেন ঢাকা–৩ আসনের জামায়াতের মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ শাহিনুর ইসলাম। প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন, এলাকার মানুষ যেন ন্যূনতম স্বাস্থ্যসেবার জন্য কষ্ট না পায়,এটাই আমাদের মূল লক্ষ্য। তাই আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি। তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার, আর মানুষের কল্যাণে বিত্তশালীদের এগিয়ে আসা উচিত। রাজনৈতিক মতভেদের ঊর্ধ্বে থেকে সমাজের জন্য কাজ করার আহ্বান জানান তিনি।

আয়োজকরা জানান, এলাকার সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে।

অনুষ্ঠানের তেঘরিয়া ইউনিয়নের আমীর মো. হানিফ মিয়ার সভাপতিত্বতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা সুরা সদস্য এডভোকেট মীর আতাউর রহমান, তথ্য ও যোগাযোগ বিভাগের সদস্য কাজী বেলাল উদ্দিন, কর্ম পরিষদ সদস্যসহ তেঘরিয়ার বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন