সেনবাগে পুলিশি অভিযানে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
- আপলোড সময় : ০৯:১৩:২৩ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
- / ২৩৩ বার পড়া হয়েছে
নোয়াখালীর সেনবাগ থানা পুলিশের সফল অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
রোববার ( ২৩ নভেম্বর ) রাতের রাত্রিকালীন মোবাইল ডিউটির সময় এই অভিযান পরিচালনা করে পুলিশ।
সেনবাগ থানার অফিসার ইনচার্জ এস এম মিজানুর রহমান এর সার্বিক নির্দেশনায় এসআই (নিরস্ত্র) মোঃ বেলাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ সেনবাগ থানাধীন উত্তর সাহাপুরস্থ সেনবাগ কলেজ রোড বাচ্চু মিয়া বাড়ির সামনে অভিযান চালিয়ে ইয়াবাসহ এই ব্যবসায়ীকে আটক করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো-
মোঃ পারভেজ প্রঃ সুজন (২৪),পিতা: মোঃ শাহ জাহান, মাতা: জাহানারা খাতুন, সাং: চর শুল্যকিয়া (শাহ জাহানের বাড়ি), ৮নং এওজবালিয়া ইউপি, থানা সুধারাম, জেলা নোয়াখালী।
অভিযান চলাকালে পুলিশ তার কাছ থেকে
৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা বিক্রির নগদ ৫,৭২০ টাকা, ১টি মোবাইল ফোন উদ্ধার করে।
সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মিজানুর রহমান জানান, পুলিশ কর্তৃক মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।






















