ডেমরার ৭০ নং ওয়ার্ডের কমিউনিটি পুলিশের সভাপতি হাবু ও সম্পাদক আনিস
- আপলোড সময় : ১২:৩৪:০০ পূর্বাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩
- / ৩০৯ বার পড়া হয়েছে
জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাত বার্ষিকীতে “শোকে মূহ্যমান ও চেতনায় দীপ্যমান” এ স্লোগান নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ওয়ারী বিভাগের কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এদিন ওয়ারী বিভাগের সকল থানা ও ওয়ার্ড পর্যায়ে নতুন কমিউনিটি পুলিশিং এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
গত শনিবার বিকালে ধলপুর কমিউনিটি সেন্টারে ওয়ারী বিভাগের উপ—পুলিশ কমিশনার (ডিসি) মো. জিয়াউল আহসান তালুকদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা—৫ আসনের সংসদ সদস্য কাজী মনিুরুল ইসলাম মনু। এ সময় ওয়ারী বিভাগের সকল থানার ওসি, অন্যান্য ইন্সপেক্টর, কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি, সাধারণ সম্পাদক, ওয়ার্ড পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকরা সহ এলাকার বরেণ্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। ওই সভায় ডেমরা থানা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি হিসেবে ডিএসসিসির ৭০ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মো. আতিকুর রহমান আতিক ও সাধারণ সম্পাদক হিসেবে ৬৮ নং ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুল হাসান পলিনের নাম ঘোষণা করা হয়।এছাড়া ও ঢাকা দক্ষিণ সিটির ৭০ নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি হাবিবুর রহমান হাবু ও সাধারণ সম্পাদক হিসেবে মাতাব্বর আনিস বেপারীকে ঘোষনা করা হয়।
৭০ নং ওয়ার্ডের কমিউনিটি পুলিশের সভাপতি হাবিবুর রহমান হাবু বলেন,এলাকার অপরাধ দমনে সচেষ্ট থাকবো এবং পুলিশের কাজে সবসময় সহযোগিতা করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার চেষ্টা করবো।
সাধারণ সম্পাদক মাতাব্বর আনিস বেপারী বলেন,৭০ নং ওয়ার্ডকে একটি মডেল ও মাদক-অপরাধমুক্ত ওয়ার্ড হিসেবে গড়ে তোলার জন্য কাজ করবো।কিশোর গ্যাং ও মাদকের সাথে যারা জড়িত তাদের বলবো অতি স্বত্ত্বর মাদক ছেড়ে ভালোর পথে ফিরে আসুন।মাদকের জিরো টলারেন্স এর জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো সকলে মিলে।