৩৭ আসনে ছাড় দিচ্ছে আওয়ামী লীগ
- আপলোড সময় : ১১:৫১:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩
- / ৪৩৪ বার পড়া হয়েছে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ৩৭ আসনে প্রার্থী প্রত্যাহার করছে। এর মধ্যে জাতীয় পার্টিকে ২৬টি আসন, ১৪ দলকে ৭ আসন ও অন্যান্য দলের জন্য ৪টি আসন ছেড়ে দেওয়া হয়েছে।
রোববার (১৭ ডিসেম্বর) দলটির কেন্দ্রীয় এক নেতা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে জানান, শনিবার রাতেও জাতীয় পার্টির সঙ্গে পঞ্চম দফা বৈঠক করে আওয়ামী লীগ। ২৬টি আসন চূড়ান্ত হলেও জাতীয় পার্টি আরও অন্তত ১০টি আসন দাবি করছেন উল্লেখ করেন তিনি।
রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। তাই বিকেল নাগাদ আওয়ামী লীগের ছাড় দেওয়া আসনের সুনির্দিষ্ট সংখ্যা নিশ্চিত হওয়া যাবে। ধানমণ্ডিতে আয়োজিত নিয়মিত ব্রিফিং এ কথা বলবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেখানে এ সংক্রান্ত আলোচনা ওঠার কথা রয়েছে।
উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল গত ১৫ নভেম্বর সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, ২০২৪ সালের সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।
এ ছাড়া মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ছিল ১ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে জানুয়ারির ৫ তারিখ পর্যন্ত চলবে বলে জানায় ইসি।