নৌকার ভোট চেয়ে আওয়ামী লীগের প্রার্থীর গনসংযোগ
- আপলোড সময় : ০১:৫৬:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩
- / ৬৮২ বার পড়া হয়েছে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা -৫ আসনে আওয়ামীলীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী হারুনর রশীদ মুন্না ঢাকা-০৫ আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন।
২৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে কোনাপাড়া ধার্মিকপাড়া থেকে ডেমরার ৭০ ও ৬৯ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় নির্বাচনী পথ সভা ও গনসংযোগ করেন।এছাড়া ও দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে নির্বাচনী প্রচারনা চালান।এসময় পথে পথে নৌকা সম্বলিত লিফলেট বিতরণ করেন। তিনি ভোটারদের আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও আগামীতে আওয়ামী লীগ সরকারকে নির্বাচিত করলে নির্বাচনী ইশতেহার এর প্রতিশ্রুতি বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন।
গনসংযোগে উপস্থিত ছিলেন,৭০ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী আতিকুর রহমান আতিক,৪৮ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী আবুল কালাম অনু,
, ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি সিফাত সাদেকীন চপল ,৭০ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হাবিবুর রহমান হাবু, কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক ও জাতীয় শ্রমিক লীগের সদস্য সচিব মাতাব্বর আনিস বেপারী,৬৪ নং ওয়ার্ডের নির্বাচনকালীন সদস্য আবেদ সাদু,তাতী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সজিব,৭০ নং ওয়ার্ড আ,লীগ নেতা মোঃ জসিম।