শতাধিক অসহায় ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ালেন ওসি মোজাহারুল ইসলাম
- আপলোড সময় : ০৭:৩৮:০৮ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪
- / ৩৫৬ বার পড়া হয়েছে
কনকনে ঠান্ডায় বিপর্যস্ত উত্তরের জনজীবন। শৈত্যপ্রবাহে যখন জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে ঠিক তখনই মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দিলেন খানসামা থানার অফিসার ইনচার্জ মোজাহরুল ইসলাম।
আজ (১০ জানুয়ারি) বুধবার বাংলাদেশ পুলিশের দিক নির্দেশনায় উপজেলার বিভিন্ন এলাকা বাসুলী, জাহাঙ্গীরপুর গোবিন্দপুর, মাদারডাংগা ও টংগুয়া গ্রামের শতাধিক ছিন্নমূল অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন এসআই ইবনে ফরহাদ, এসআই দিবাকর রায় ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
ওসি মোজাহারুল ইসলাম বলেন, বাংলাদেশ পুলিশের নির্দেশেনা অনুযায়ী শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। সামর্থ্যবানরা নিজ নিজ এলাকায় এগিয়ে আসলে এই শীত গরীব ও ছিন্নমূল মানুষের জন্য কষ্টের হবে না।
আবহাওয়া অফিসের তথ্য মতে, আজ বুধবার খানসামায় সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ৯৫ শতাংশ।