শিরোনাম :
সৌদি আরবে প্রবাসী অধিকার পরিষদের আয়োজনে বনভোজন ও নৈশভোজ অনুষ্ঠিত
মুহাম্মদ আলী (নিজস্ব প্রতিবেদক)
- আপলোড সময় : ০৪:৪৩:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০২৪
- / ৪২২ বার পড়া হয়েছে
সৌদি আরবের আল- খারিজ প্রদেশে প্রবাসী অধিকার পরিষদের আয়োজনে শীতকালীন বনভোজন, ব্যাডমিন্টন ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১২ জানুয়ারি ) রাতে এ বনভোজন,ব্যাডমিন্টন ও নৈশভোজ অনুষ্ঠিত হয়।
এসময় আল খারিজ প্রবাসী পরিষদের সংগঠক রাকীবুল হাসান সহ নেতৃবৃন্দরা তাজা ফুলের চারা উপহার দেন এনটিভি সৌদি আরব প্রতিনিধি প্রধান ও বাপ্রসাফ প্রতিষঠাতা সভাপতি ফারুক আহমেদ চান,রিয়াদের আসফার অ্যান্ড আবরাজ টাভেলস এর চেয়ারম্যান সাংবাদিক জাহাঙ্গীর আলম কে।
এ সময় উপস্থিত ছিলেন বাপ্রসাফ সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক প্রকৌশলী আসমাউল হুসাইন, ৫২টিভি রিয়াদ প্রতিনিধি ও বাপ্রসাফ দপ্তর সমপাদক আরিফুল ইসলাম সহ বিপুল সংখ্যাক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।