সেলাই মেশিন পেয়ে ঘুরে দাঁড়ানোর সপ্ন দেখছে খানসামার ছাবিনা আক্তার
- আপলোড সময় : ০২:৪৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪
- / ৩৮৮ বার পড়া হয়েছে
দিনাজপুরের খানসামা উপজেলার খামারপাড়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের ছাবিনা আক্তার স্বেচ্ছাসেবী সংগঠন সরল পথ মিডিয়ার পক্ষ থেকে সেলাই মেশিন পেয়ে ঘুরে দাঁড়ানোর সপ্ন দেখছেন। তিনি সেলাই মেশিন পেয়ে আবেগে আপ্লূত হয়ে পড়েন।
বুধবার (১৭ জানুয়ারী) বিকেলে দুবাই প্রবাসী মানবতার ফেরিওয়ালা মোহাম্মদ ওয়াসিম এর স্বেচ্ছাসেবী সংগঠন সরল পথ মিডিয়ার পক্ষ থেকে সংগঠনের প্রতিনিধি দুস্থ ও অসহায় মানুষের আস্থার প্রতীক মোঃ আঃ জব্বার ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নুরনবী ইসলাম ছাবিনা আক্তারের বাবার বাড়িতে গিয়ে তার হাতে মেশিনটি হস্তান্তর করেন। সরল পথ মিডিয়া দীর্ঘদিন ধরে গরীব, এতিম ও প্রতিবন্ধী মানুষের মাঝে সেলাইমেশিন, নলকূপ, মসজিদ, নামাজের পার্টি, হুইল চেয়ার, ইফতার, ফুডপ্যাক বিতরন করেন।
সেলাই মেশিন পেয়ে খুশিতে আবেগ আপ্লূত হয়ে ছাবিনা আক্তার সরল পথ মিডিয়ার চেয়ারম্যান মোহাম্মদ ওয়াসিম এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, স্বামী-স্ত্রী ও সন্তানসহ ঢাকায় গিয়ে দীর্ঘদিন ধরে গার্মেন্টসে সেলাই মেশিনের কাজ করে জীবিকা নির্বাহ করেছিলাম। বর্তমানে বাবার বাড়িতে আশ্রিত হওয়ার পর খুব কষ্টে জীবিকা নির্বাহ করে যাচ্ছি। এমনকি আমাদের থাকার জন্য ঘর পর্যন্ত নেই। অন্যের জমিতে বাবার একটি মাত্র ঘরে আমরা সকলে থাকি। এর মধ্যে স্বেচ্ছাসেবী সংগঠন সরল পথ মিডিয়ার কাছে আবেদন করে আজ একটি সেলাই মেশিন পেলাম। তাঁদের মাধ্যমে এই সেলাই মেশিন পেয়ে আমার স্বামীর উপার্জনের পাশাপাশি নিজেও সেলাইয়ের কাজ করে সংসারে স্বচ্ছতা ফিরে আনার চেষ্টা করব। তবে আমার থাকার জন্য একটি ঘর নির্মাণের অনুরোধ জানাই। আল্লাহ্ তাদেরকে আরো গরীব মানুষদের পাশে দাঁড়ানোর তৌফিক দেউক। আমি সারাজীবন তাদের জন্য দোয়া করব।