ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সৌদি আরবে Dxnএর আয়োজনে আন্তজার্তিক মাতৃভাষা দিবস পালন ও সেমিনার অনুষ্ঠিত

মুহাম্মদ আলী (নিজস্ব প্রতিবেদক)
মুহাম্মদ আলী (নিজস্ব প্রতিবেদক)
  • আপলোড সময় : ০৫:০৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৪৬৫ বার পড়া হয়েছে

সৌদি আরবের রাজধানীর রিয়াদে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস Dxnএর আয়োজনে সেমিনার ও প্রবাসীদের বিশাল মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। রিয়াদের ১৮ নং এক্সিটে DXN Riyadh Dimond কমিটি আয়োজিত ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এ বিশাল সেমিনারের আয়োজন করা হয়।

উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন রিয়াদ ডাইমন্ড কমিটির সভাপতি আব্দুল কাদের (SSD)। EDD রফিকুল ইসলাম ও SSD আব্দুর রহিমের সঞ্চালনায় সেমিনারে প্রধন বক্তা ছিলেন ETD শাহনেওয়াজ তারেক ও বিশেষ বক্তা ছিলেন DD অরিফুল ইসলাম।

সেমিনারে আরও বক্তব্য রাখেন নুর আলাম (ESSD) রেজাউল কারিম (SSD) লিটন মিয়া( ESD) হাবিবুর রহমান (ESD) ফায়েজ আহমেদ (SD)আবুল কালাম আজাদ (SD) মোঃ সরিফ মিয়া (SD) মোঃ নাছির উদ্দিন (SD)ফখরুল ইসলাম (রানা ) (SD)।উক্ত সেমিনারে সমস্ত লিডারদের একটাই লক্ষ্য ছিল DXN কম্পানী থেকে হাজার হাজার মানুষের অর্থনৈতিক মুক্তি দেয়া। যারা বিদেশের মাটিতে থেকে ও হাজারও মানুষের কর্মসংস্হান তৈরি করেছেন এবং বাংলাদেশকে পৃথিবীব বুকে একটি দারিদ্র্য মুক্ত বাংলাদেশ উপহারের জন্য কাজ যাচ্ছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সৌদি আরবে Dxnএর আয়োজনে আন্তজার্তিক মাতৃভাষা দিবস পালন ও সেমিনার অনুষ্ঠিত

আপলোড সময় : ০৫:০৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪

সৌদি আরবের রাজধানীর রিয়াদে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস Dxnএর আয়োজনে সেমিনার ও প্রবাসীদের বিশাল মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। রিয়াদের ১৮ নং এক্সিটে DXN Riyadh Dimond কমিটি আয়োজিত ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এ বিশাল সেমিনারের আয়োজন করা হয়।

উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন রিয়াদ ডাইমন্ড কমিটির সভাপতি আব্দুল কাদের (SSD)। EDD রফিকুল ইসলাম ও SSD আব্দুর রহিমের সঞ্চালনায় সেমিনারে প্রধন বক্তা ছিলেন ETD শাহনেওয়াজ তারেক ও বিশেষ বক্তা ছিলেন DD অরিফুল ইসলাম।

সেমিনারে আরও বক্তব্য রাখেন নুর আলাম (ESSD) রেজাউল কারিম (SSD) লিটন মিয়া( ESD) হাবিবুর রহমান (ESD) ফায়েজ আহমেদ (SD)আবুল কালাম আজাদ (SD) মোঃ সরিফ মিয়া (SD) মোঃ নাছির উদ্দিন (SD)ফখরুল ইসলাম (রানা ) (SD)।উক্ত সেমিনারে সমস্ত লিডারদের একটাই লক্ষ্য ছিল DXN কম্পানী থেকে হাজার হাজার মানুষের অর্থনৈতিক মুক্তি দেয়া। যারা বিদেশের মাটিতে থেকে ও হাজারও মানুষের কর্মসংস্হান তৈরি করেছেন এবং বাংলাদেশকে পৃথিবীব বুকে একটি দারিদ্র্য মুক্ত বাংলাদেশ উপহারের জন্য কাজ যাচ্ছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন