আল আজহার বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশী ছাত্র মুমিনুল ইসলাম এর এম ফিল ডিগ্রি অর্জন
- আপলোড সময় : ০৭:২৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪
- / ৪৭২ বার পড়া হয়েছে
প্রাচীনতম বিশ্ববিদ্যালয় মিশর আল-আজহারে এমফিল গবেষনায় শীর্ষস্থান অধিকার লাভ করেন বাংলাদেশের মাওঃ মুহাম্মদ মুমিনুল ইসলাম আজহারী।গত বুধবার (২৮ ফেব্রুয়ারি ২০২৪) ‘বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন, মিশর’-এর অন্যতম সদস্য মুহাম্মাদ মুমিনুল ইসলাম মুহাম্মাদ আবুল হাশেমের এমফিল থিসিস ডিসকাশন সেমিনার অনুষ্ঠিত হয়। তার এমফিল থিসিসের বিষয়বস্তু ছিল ‘আল-হালাতুদ দীনিয়া ফি বাংলাদেশ : দিরাসা মাইদানিয়া’। মিশর আল-আযহার বিশ্ববিদ্যালয়ের আদ-দাওয়াহ আল-ইসলামিয়া ফ্যাকাল্টি, কায়রোর থিসিস ডিসকাশন হলে সকাল দশটা থেকে দুপুর তিনটা পর্যন্ত চলমান এ থিসিস ডিসকাশন সেমিনারে প্রধান সুপারভাইজার হিসেবে অংশগ্রহণ করেন ড. সমির আব্দুল মুনয়িম হাসান। সেই সাথে আরও অংশগ্রহণ করেন ড. মুহাম্মাদ আব্দুল আজিজ (বহিরাগত সুপারভাইজার) ও ড. হামদি খলাফ মুহাম্মাদ (অভ্যন্তরীণ সুপারভাইজার)। ডিসকাশন শেষে সম্মানীত সুপারভাইজারগণ মুহাম্মাদ মুমিনুল ইসলামকে বেশকিছু দিকনির্দেশনা ও মুলাহাজাতের সাথে জায়িদ জিদ্দান মার্ক প্রদান করেন। সেমিনার শেষে ইত্তেহাদ কার্যকরী পরিষদ ২০২৩-২৪ তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তার সার্বিক কল্যান কামনা করেন।এছাড়াও তিনি ছারছিনা দারুসসুন্নাত জামেয়া-এ ইসলামিয়া কামিল মাদ্রাসা থেকে ২০০৩ খ্রিষ্টাব্দে দাখিল ও ২০০৫ খ্রিষ্টাব্দে আলিমে সর্বোচ্চ ফলাফল পেয়ে সুনাম অর্জন করেন। ২০১০ সালে কামিলে উত্তীর্ণ হয়ে সরকারীভাবে শিক্ষাবৃত্তি নিয়ে পৃথিবীর প্রাচীনতম মিশর বিশ্ববিদ্যালয় মিশর আল-আজহারে গমণ করেন। বিভিন্ন লেখনীর মাধ্যমে তিনি সুনাম অর্জন করেন।উল্লেখ্য, মাওঃ মুহাম্মদ মুমিনুল ইসলাম আজহারী বরিশাল জেলার উজিরপুর থানার ধামুরা গ্রামে ১৯৮৯ খ্রিষ্টাব্দে ১৫ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি একটি সরকারি সংস্থার আরবি প্রশিক্ষক হিসেবে কর্মরত আছেন।