রূপগঞ্জে নির্বাহী অফিসারকে কিন্ডারগার্টেন ও শিক্ষক কল্যাণ সমিতির ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন
- আপলোড সময় : ০৪:২৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪
- / ৩৯৭ বার পড়া হয়েছে
রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেলকে ফুলেল শুভেচছা জ্ঞাপন করা হয়েছে। গতকাল ৩ জুলাই বুধবার রূপগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন পরিচালক ও শিক্ষক কল্যাণ সমিতি এ কর্মসূচি পালন করে।
এ সময় রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইসমাইল, রূপগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মাসুদ রানা, উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার আশরাফ উদ্দিন, সমিতির নির্বাহী সভাপতি ও ভুলতা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আউয়াল মোল্লা, হাজী ইদ্রিস আলী কিন্ডারগার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা ও রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন, রূপগঞ্জ আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুলের সভাপতি ও সমিতির অর্থ বিষয়ক সম্পাদক মো: মশিউর রহমান তারেক, মৈকুলী আইডিয়াল হাই স্কুলের সভাপতি মোহাম্মদ মেহেদী হাছান, সুফিয়া খাতুন নিউ মডেল হাই স্কুলের সভাপতি মোহাম্মদ ফিরোজুল ইসলাম, নতুন কুঁড়ি কিন্ডারগার্টেন স্কুলের সভাপতি মোঃ মুজিবুর রহমান, পূর্বাচল প্রি ক্যাডেট স্কুলের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সবুজ ছায়া একাডেমীর সভাপতি মনিরুল ইসলাম সবুজ, সোনার বাংলা মডেল স্কুলের প্রধান শিক্ষক মোঃ এনামুল শিকদার, হাজী শের আলী কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, ডহরগাঁও আইডিয়াল স্কুলের সভাপতি মোঃ বাদল মিয়া, মাতৃছায়া কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক কাজী মাজহারুল ইসলাম, টাচ স্টোন মডেল স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক সুমন ঢালী, ক্রিয়েটিভ মডেল স্কুলের সভাপতি মোঃ মুজিবুর রহমান, গূরুগৃহ কিন্ডারগার্টেন স্কুলের সভাপতি মাজহারুল ইসলাম, ড্যাফোডিল কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক হাফিজুল, শাহবাজ একাডেমীর প্রধান শিক্ষক হাসান, কলাতলী মডেল স্কুলের সভাপতি ফজলুল হক, ভুলতা ন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা ওমর ফারুক, হাজী বান্দু আলী কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক এডভোকেট রফিকুল ইসলাম, ভুলতা স্কুল এন্ড কলেজের প্রাথমিক শাখার শওকত মাহমুদ সহ আরো অনেক উপস্থিত ছিলেন।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেল বলেন, প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি কিন্ডারগার্টেনের সংশ্লিষ্ট সকলকে আরো দায়িত্বশীল হতে হবে। শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সমন্বয়ে আরো গতিশীল করতে হবে।