নোয়াখালী জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
- আপলোড সময় : ১২:১২:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪
- / ৩৭৬ বার পড়া হয়েছে
বুধবার (১৩ মার্চ ) নোয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের সভাপতিত্বে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান বিপিএম, পিপিএম, ৪ বিজিবি’র মেজর মোঃ নাজমুস সাকীব খান, জেলা এনএসআই নোয়াখালী কার্যালয়ের যুগ্ম পরিচালক আবু তাহের মোঃ পারভেজ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তামান্না মাহমুদ, নোয়াখালী সদর উপজেলা নির্বাহী অফিসার আখীঁনূর জাহান নীলা সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
উক্ত আইনশৃঙ্খলা সভায় বক্তারা বলেন, রমজানে বাজার দর নিয়ন্ত্রণে করার জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে আরও বেশি কার্যকর ভূমিকা পালন করতে হবে। গত রমজানের তুলনায় এ বছর নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য ২০-৩০% বৃদ্ধি পেয়েছে। বাজারদর সহনীয় পর্যায়ে রাখার জন্য প্রশাসনের পাশাপাশি ভোক্তাকেও সচেতন হতে হবে। খেজুরের মূল্য ৫০০ টাকার বেশি হলে বানিজ্য মন্ত্রণালয় নির্দেশনা অনুযায়ী পণ্য ক্রয়ের পাকা রশিদ প্রদর্শন করতে হবে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চৌমুহনীর পল্লী বিদ্যুতের সাব স্টেশনের পেছনে খাওয়ার দোকানে সিলিন্ডার ব্যবহার করে রান্নাবান্না হচ্ছে। এতে উক্ত সাব স্টেশনটি নিরাপত্তা ঝুঁকিতে আছে। মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক মোবাইল কোর্ট পরিচালনা করে উক্ত স্থাপনা উচ্ছেদ করতে হবে।
এসময় আরো বলেন, নোয়াখালী জেলা পুলিশ সুপার কে রাষ্ট্রীয়ভাবে পুরষ্কৃত করা আমরা নোয়াখালীর বাসীর খুশি ও আনন্দিত। নোয়াখালী জেলার আইনশৃঙ্খলা পূর্বের তুলনায় ভালো আছে বলে আমরা মনে করি।
জিলা স্কুলের সামনে ফুট ওভারব্রিজের গাঘেঁষা যাওয়া বৈদ্যুতিক লাইনের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হওয়া ছেলেটির হাত কেটে পেলতে হয়েছে। আগামীতে এ ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে সেজন্য সংশ্লিষ্ট দপ্তরকে ব্যবস্থা নিতে হবে। কারণ নিরাপত্তা ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও দুর্ঘটনায় ঘটার সম্ভাবনা রয়েছে।