সড়ক পথে যাত্রী সাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে সেতু মন্ত্রীর ভিডিও কনফারেন্সে নোয়াখালী জেলা পুলিশ
- আপলোড সময় : ০৭:২৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪
- / ৩০২ বার পড়া হয়েছে
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী উপলক্ষে সড়ক পথে যাত্রী সাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে করণীয় নির্ধারণ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২১ মার্চ ) সকাল ১১ ঘটিকায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের এমপি’র সভাপতিত্বে বাংলাদেশ পুলিশের সকল রেঞ্জের মাঠ পর্যায়ের সকল কর্মকর্তাগণের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর-২০২৪ উদযাপন উপলক্ষে সড়ক পথে যাত্রী সাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে করণীয় নির্ধারণ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ভিডিও কনফারেন্সে নোয়াখালী পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষ থেকে সংযুক্ত ছিলেন, নোয়াখালী জেলার পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান বিপিএম, পিপিএম।
এসময় আরো উপস্থিত ছিলেন, নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) বিজয়া সেন, নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ ইব্রাহীম সহ জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সকল থানার অফিসার ইনচার্জ বৃন্দ।