ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

কবিতা : স্বার্থপর, লেখক: প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের

মোহাম্মদ আবু নাছের (জেলা প্রতিনিধি নোয়াখালী)
মোহাম্মদ আবু নাছের (জেলা প্রতিনিধি নোয়াখালী)
  • আপলোড সময় : ০১:০২:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪
  • / ৩৮৫ বার পড়া হয়েছে

স্বার্থপর
—-প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের

যখন তখন প্রয়োজনে
খোঁজে অনেকে,
স্বার্থে ফেলে চলে
বলেনা আমাকে।
মানুষ চেনা বড়ো দায়
প্রয়োজনে তোমায় চায়,
ফুরিয়ে যায় স্বার্থ
সঙ্গে নিলে মনে করে হবে ব্যর্থ।
মিলেমিশে একাগ্রতায় এসে
কেন জানি মনের ক্লেশে,
হীনমন্যতায় জয়ের চেষ্টা
বৃথায় ভাবনা কল্পনার শেষটা।
দূরত্ব সৃষ্টির মূলোৎপাটন
কেন জানি প্রয়োজন তথ্যের উদঘাটন,
একাকীত্বের বেদনায়
হারজিতের কামনায়।
যেমনটা ছিল পূর্বে
মনটা ভরে যাবে গর্বে,
আশা ভরসায় দোদুল্যমান
কর্মের স্বাধীনতায় বাড়ে সম্মান।
জীবনের পরাজয় অনুভব হয়নি কখনো
চলার পথে থেমে যাইনি এখনো,
স্বার্থে হই যখন স্বার্থপর
বুঝি না কে আপন পর।।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কবিতা : স্বার্থপর, লেখক: প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের

আপলোড সময় : ০১:০২:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪

স্বার্থপর
—-প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের

যখন তখন প্রয়োজনে
খোঁজে অনেকে,
স্বার্থে ফেলে চলে
বলেনা আমাকে।
মানুষ চেনা বড়ো দায়
প্রয়োজনে তোমায় চায়,
ফুরিয়ে যায় স্বার্থ
সঙ্গে নিলে মনে করে হবে ব্যর্থ।
মিলেমিশে একাগ্রতায় এসে
কেন জানি মনের ক্লেশে,
হীনমন্যতায় জয়ের চেষ্টা
বৃথায় ভাবনা কল্পনার শেষটা।
দূরত্ব সৃষ্টির মূলোৎপাটন
কেন জানি প্রয়োজন তথ্যের উদঘাটন,
একাকীত্বের বেদনায়
হারজিতের কামনায়।
যেমনটা ছিল পূর্বে
মনটা ভরে যাবে গর্বে,
আশা ভরসায় দোদুল্যমান
কর্মের স্বাধীনতায় বাড়ে সম্মান।
জীবনের পরাজয় অনুভব হয়নি কখনো
চলার পথে থেমে যাইনি এখনো,
স্বার্থে হই যখন স্বার্থপর
বুঝি না কে আপন পর।।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন