সেনবাগে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আপলোড সময় : ০৯:২২:৩২ অপরাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০২৪
- / ৪২৯ বার পড়া হয়েছে
নোয়াখালীর সেনবাগে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বুধবার (১০ এপ্রিল ) বিকেলে নোয়াখালীর সেনবাগে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল সেনবাগ বাজারের ভোজন বিলাস রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
সাংবাদিক মনোয়ারুল ইসলামের পরিচালনায় পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন, সাংবাদিক বশির আহমেদ।
ইফতার ও দোয়া মাহফিলে সেনবাগের আপামর জননেতা, ঢাকাস্হ সেনবাগ পেশাজীবি পরিষদের সভাপতি ও এসএ গ্রুপের কো-অর্ডিনেটর হাসান মঞ্জুর এর আয়োজনে সেনবাগে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সেনবাগের আপামর জননেতা, ঢাকাস্হ সেনবাগ পেশাজীবি পরিষদের সভাপতি ও এসএ গ্রুপের কো-অর্ডিনেটর হাসান মঞ্জুর, নোয়াখালী জেলা পরিষদের সদস্য মোঃ সাইফুল ইসলাম বাবু, বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন সেনবাগ শাখার সভাপতি সহকারী অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলম, সাংবাদিক মোঃ হারুন, সাংবাদিক জাহাঙ্গীর আলম সায়েস্তানগরী, সাংবাদিক জাহাঙ্গীর পাটোয়ারী, সাংবাদিক নূর হোসেন সুমন, সাংবাদিক জিএস মোশাররফ হোসেন, সাংবাদিক মোঃ আলা উদ্দিন আলো প্রমুখ।
ইফতার ও দোয়া অনুষ্ঠানে জননেতা হাসান মঞ্জুর বলেন, সাংবাদিকরা সমাজ ও জাতির দর্পন। সমাজ ঘটে যাওয়া ঘটনার সত্যতা উদঘাটন, অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হয়ে প্রতিবাদী লিখনীর মাধ্যমে সমাজের অনিয়ম তুলে ধরার আহবান জানান। তিনি আরো বলেন, যদি আমার কোন অনিয়ম হয়, সেই অনিয়মের বিরুদ্ধে সমাজ ও জাতির চক্ষুগোচরে তুলে ধরবেন। পরিশেষে তিনি পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন, এমএম চৌধুরী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওয়াজি উল্লাহ, এসকে মেশিনারী নবাবপুরের জেনারেল ম্যানেজার আবু নাছের সজীব,আরএন কর্পোরেশনের ম্যানেজার (একাউন্টস্) মোঃ নাসির উদ্দিন, সাংবাদিক মোহাম্মদ আবু নাছের, সাংবাদিক মোঃ আবদুল আউয়াল, সাংবাদিক মোঃ হাবিবুর রহমান হারুন, সাংবাদিক জুয়েল রানা, সাংবাদিক ফখর উদ্দিন, সাংবাদিক জহিরুল ইসলাম সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।