সারাদেশের মত নোয়াখালীতে পালিত হয়েছে মহান মে দিবস
- আপলোড সময় : ১০:২২:৩৬ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০২৪
- / ২৯২ বার পড়া হয়েছে
“শ্রমিক মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মত নোয়াখালী জেলায় পালিত হয়েছে মহান মে দিবস।
বুধবার (১ মে ) মহান মে দিবস উপলক্ষ্যে নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান এর সভাপতিত্বে তার সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলার পুলিশ সুপার (এসপি)মোহাম্মদ আসাদুজ্জামান, বিপিএম, পিপিএম এবং নোয়াখালী জেলার সিভিল সার্জন ডাঃ মাসুম ইফতেখার।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলার বিভিন্ন সরকারী দপ্তরসমূহের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং জেলার বিভিন্ন পেশার শ্রমজীবী মেহনতি জনসাধারণ।
উক্ত অনুষ্ঠানে বক্তৃতারা শ্রমজীবী মানুষের জন্য বর্তমান সরকারের নেয়া বিভিন্ন কর্মসূচির প্রতি আলোকপাত করেন।
জেলা প্রশাসক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ “সর্বজনীন পেনশন স্কিম” এর আওতায় স্কিম গ্রহণ করে ভবিষ্যত আর্থিক ও সামাজিক নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য শ্রমজীবী মানুষদের প্রতি আহবান জানান এবং এ ব্যাপারে জেলা প্রশাসনের পক্ষ হতে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।